1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বালুচরা ভারতের পাশাপাশি বাংলাদেশের সাহায্য চায় - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

বালুচরা ভারতের পাশাপাশি বাংলাদেশের সাহায্য চায়

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ২৯০ পড়া হয়েছে

লন্ডন: রোববার, ৯ই পৌষ ১৪২৩।। ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাশে চাইছে পাকিস্তানের বালুচরা। বালুচিস্তানে স্বাধীনতা সংগ্রাম অব্যাহত। বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করেছিল। বিষয় ছিল ‘১৯৭১ টু ২০১৬, জাস্টিস অ্যান্ড জেনোসাইড ইন দ্য ওয়ার্ল্ড’। বালুচ জাতিকে ধ্বংস করতে নৃশংস আক্রমণ চালাচ্ছে পাকিস্তান। ভাষণে অত্যাচারের ছবিটা স্পষ্ট করেছেন নির্বাচিত বালুচ নেতা মির সুলেমান জান আহমেদজি। তিনি বালুচিস্তানের কালাটের শাসক ছিলেন। ২০০৬ থেকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধের মতই পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে বালুচরা। অত্যাচার মাত্রা ছাড়াচ্ছে। পাকিস্তান যে ভাবে বাঙালি বিনাশে নৃশংস হয়েছিল। একই ভাবে বালুচদের শেষ করতে চাইছে। বাংলাদেশ পাশে থাকলে মুক্তি সংগ্রামের শক্তি বাড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে বাংলাদেশের মুক্তি সংগ্রাম শতধারায় উৎসারিত হয়েছিল। বালুচরা তাদের কাছে সেই সহযোগিতা আশা করে।

সিন্ধু, পঞ্জাব, নর্থওয়েস্ট ফ্রন্টিয়ার, বালুচিস্তান- চার রাজ্য নিয়ে পাকিস্তান। চার রাজ্যের ভাষা সংস্কৃতি আলাদা। পাকিস্তানের সরকারি ভাষা উর্দু, ইংরেজি হলেও রাজ্যগুলো নিজেদের ভাষায় অভ্যস্ত। অন্য ভাষার মধ্যে রয়েছে পঞ্জাবি, সিন্ধি, পুস্তু, ব্রাভি, বালুচি। বালুচিস্তানের লোকেরা বালুচি ভাষায় কথা বলেন। উর্দু তাঁদের কাছে দুর্বোধ্য। বাংলাদেশের বাংলা কেড়ে পাকিস্তান যেভাবে উর্দু চাপাতে চেয়েছিল সে ভাবেই বালুচদের মুখ থেকে বালুচি নিয়ে উর্দু বসাতে চাইছে। পাকিস্তান বিরোধী আক্রোশ বাড়ছে বালুচিস্তানে। পাকিস্তানের নিপীড়ন থেকে নিস্তার চাইছে তারা। সমর্থন চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের।(আনন্দবাজার থেকে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT