1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোরের কাগজের রজতজয়ন্তী পালিত - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

ভোরের কাগজের রজতজয়ন্তী পালিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৯০০ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। বুধবার, ৩রা ফাল্গুন ১৪২৩।। “মুক্তপ্রাণের প্রতিধ্বনি” আখ্যায় দৈনিক ভোরের কাগজ পত্রিকার রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে এক উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজার। ‘মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের জয়গান’এই শ্লোগানকে ধারণ করে ভোরের কাগজ কর্তৃক আয়োজিত রজতজয়ন্তী উৎসবে রাজনৈতিক প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি মৌলভীবাজারের বিভিন্ন গন মাধ্যমের ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মো. শাহজালাল কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।

বুধবার (১৫ ফেরুয়ারি) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব অডিটোরিয়ামে ভোরের কাগজ মৌলভীবাজার প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক সালেহ এলাহী কুটির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. শাহজালাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট রাধাপদ দেব সজল।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মনোভাব, দেশ প্রেমের প্রতি পক্ষপাতিত্বই ভোরের কাগজ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এছাড়া ভোরের কাগজের শুভ কামনা করে আরো বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো. আখতারুজ্জামান, প্রথম আলোর জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু , ডিবিসি টিভির জেলা প্রতিনিধি পান্না দত্ত, সমকাল জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, ইনডিপেন্ডেন জেলা টিভির আব্দুর রব, যমুনা টিভির জেলা প্রতিনিধি আফরোজ আহমেদ, ভোরের পাতার জেলা প্রতিনিধি এ এস কাকন প্রমুখ। আলোচনা শেষে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে মৌলভীবাজারে কর্মরত সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT