এইতো সেদিনের কথা। ২০১৩ সালের আগষ্ট মাস। ভোর হতে না হতেই সরকারী বিদ্যালয়ের মাঠে দলে দলে মানুষ। মানুষ আর মানুষ। অনেকটা বলতে গেলে তিল ধারণের ঠাঁই নেই। হঠাৎ কি এমন হলো? সামনে বিশাল মাঠে বিশালাকৃতির রঙ্গিন তবু। লোকে লোকারণ্য! অন্যকিছু নয়, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের মিলন মেলা! শতবর্ষপূর্তি মেলা। অর্থাৎ কি-না বিদ্যালয়টির স্থাপনার একশত বছর হয়েছে। শতবর্ষ পূর্বে এমনি এক দিনে স্থাপিত হয়েছিল বিদ্যালয়টি।
সকল ছবি তুলেছেন: হারুনূর রশীদ
প্রাক্তন স্কুল ছাত্রগন। |
এ স্কুল থেকে ১৯৬৩-৬৫-৬৭সনের প্রবেশিকা পরীক্ষার্থীদের কয়েকজন। |
পতাকা উত্তোলন। |