মুক্তকথা সংবাদকক্ষ।। সকাল ১০টা থেকে ১২টা। ধীরে ধীরে আসতে শুরু হয় মৎস্য ব্যবসায়ীরা। এসে শমসেরনগর রোড-এ রাস্তার দুই পাশে বসে। এরা কেউ কেউ শহরতলীর বাসীন্ধা আবার অনেকেই দূর গ্রাম থেকে মাছ নিয়ে আসেন। পৌরসভার বাজারে বসার জায়গা নেই, সাধারণ মানুষ একটু অল্পদামে সামান্যকিছু মাছ কিনতে পারলে মহাখুশী। সাধারণ মানুষের এ খাদ্য চাহিদা মেটাতেই এরা এসে রাস্তায় বাজার নিয়ে বসে। কিন্তু এখানেও তারা নিরাপদ নয়। কে বা কারা টাকা উঠায়। এলাকা বাসীর বক্তব্য যে, টি সি মার্কেট যে ডাক দিয়ে বন্দোবস্ত নিয়েছে সেই মানুষেরই লোকজন এখান থেকে টুল আদায় করে থাকে। রাস্তার পাশে অবৈধভাবে ব্যবসা পেতে বসা নিষিদ্ধ। তাই মাঝে মধ্যে পৌরসভা গরীব নিরীহ এসব পথের মাছ ব্যবসায়ীদের মালামাল উঠিয়ে নিয়ে যায়। আজো তাদের বিকল্প কোন ব্যবস্থা করে দিতে পারেনি।
সকল মানুষেরই জানার বিষয়, অবৈধ বলে পৌরসভা কর্তৃপক্ষ যখন এদের মালামাল উঠিয়ে নিয়ে যায়, তখন কিসের ইঙ্গিতে বা জোড়ে পুনরায় তারা মাছ-সব্জি নিয়ে ব্যবসা পেতে রাস্তায় বসে? শুধু কি তাই! পাশেই স্কলার্স-বি কেজি এণ্ড প্রি ক্যাডেট স্কুল নামে বাচ্চাদের একটি বিদ্যালয় রয়েছে। পথের এসব ব্যবসায়ীরা এই স্কুলটির একেবারে সদর দরওয়াজার সামনে এসে মাছ-সব্জির পশরা সাজিয়ে বসে। অবস্থাটা এমনই যেনো কর্মব্যস্ত শহুরে জীবনের সাথে কিছু মানুষের ব্যবসা ব্যবসা তামাসা।