তাদের সাথে নতুন এমপি হলেন নেছার আহমদ।
মুক্তকথা সংবাদকক্ষ।। মৌলভীবাজার থেকে সর্বশেষ মামুনুর রশীদ মহসিনের পাঠানো বেসরকারী ফলাফলে জানা গেছে, মৌলভীবাজার-১ নৌকা মার্কা প্রার্থী শাহাব উদ্দীন পেয়েছেন-১৪৪১২১ ভোট, ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন মিটু পেয়েছেন মোট ৬৮৫২৩ভোট। মৌলভীবাজার-২ আসনে ধানের শীষের প্রার্থী সুলতান মহাম্মদ মনসুর পেয়েছেন ৭৯৭৮২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী এম এম শাহীন নৌকা প্রতীকে পেয়েছেন-৭৭১৭০ভোট। মৌলভীবাজার-৩ সদর এলাকার এ আসনে নৌকামার্কা প্রার্থী নেছার আহমদ পেয়েছেন- ১৮৪৫৭৯ভোট তার প্রতিদ্বন্দ্বী এম নাসের রহমান ধানের শীষে পেয়েছেন- ১০৪৫৯২ ভোট, মৌলভীবাজার-৪ আব্দুস শহীদ নৌকা পেয়েছেন-২১৪৩০৩ভোট আর মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষে পেয়েছেন-৯৪৩৬৯ ভোট।
মৌলভীবাজার জেলার ৪টি আসনে মোট কেন্দ্র ছিল আসন ১-৯৯+ আসন ২-৯৩+ আসন ৩-১৬৮+ আসন ৪-১৫২ মিলে মোট ৫১২টি কেন্দ্র। সবক’টি আসন থেকেই বেসরকারী ফলাফল জানা গেছে। ফলে বেসরকারী এই ফলাফলে নিশ্চিত এমপি হতে চলেছেন মৌলভীবাজার-১ আসন অর্থাৎ বড়লেখা থেকে বর্তমান হুইপ শাহাবুদ্দীন আহমদ। মৌলভীবাজার-২ আসন অর্থাৎ কুলাউড়া থেকে প্রাক্তন আওয়ামীলীগ নেতা এক সময়ের ডাকসু ভিপি তুখোর রাজনীতিক সুলতান মোহাম্মদ মনসুর। মৌলভীবাজার সদর-৩ আসন থেকে নেছার আহমদ এবং মৌলভীবাজার-৪ আসন অর্থাৎ শ্রীমঙ্গল-কমলগঞ্জ থেকে বিশিষ্ট আওয়ামীলীগ নেতা উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
উল্লেখযোগ্য যে, মৌলভীবাজারের এ ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১২লাখ, ৯৭হাজার,০৬৮জন(১২,৯৭,০৬৮)।