প্রয়াত চিত্তরঞ্জন দাস |
উল্লেখযোগ্য যে, ষাটের দশকের গোড়ার দিকে চিত্তরঞ্জন দাস নব্য প্রতিষ্ঠিত মৌলভীবাজার মহাবিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে যোগ দেন। নম্র অমায়িক স্বভাবের চিত্তরঞ্জন দাস সে সময়ের সকল ছাত্র-ছাত্রীদের কাছে আপনজনের মত ছিলেন। তার কর্মনিষ্ঠা, বিনয়, নম্রতা ও সততার জন্য মহাবিদ্যালয়ের সকলের প্রিয়পাত্র ছিলেন। মহাবিদ্যালয়ে তার চাকুরী জীবনের প্রথম অধ্যক্ষ ছিলেন বর্তমান সিলেটের প্রয়াত এম আহমদ চৌধুরী। অধ্যক্ষ এম আহমদ সকলের কাছে ‘আহমদ সাব’ বলেই খ্যাত ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন তার খুবই প্রিয়পাত্র। ষাট-সত্তুরের দশকের সকল ছাত্র-ছাত্রীদের কাছে তিনি ছিলেন এক আত্মার আত্মীয়। প্রায় সকলেই তাকে সম্মানের সাথে চিত্তদা বলে সম্ভোধন করতো। চাকুরীকালীন সময়ে চিত্তরঞ্জন দাস ছাত্র-ছাত্রীদের কাছে এতই প্রিয় ও বিশ্বস্ত ছিলেন যে বহু ছাত্র-ছাত্রীকে বিশ্বাসের উপর ভরসা করে, পরে পরিশোধের শর্তে ভর্তি ফিস না রেখেই ভর্তি করিয়ে নিতেন। এই ভর্তি বিষয়ে কোন ছাত্র-ছাত্রীও তাকে কোন দিন ঠকিয়েছে শুনা যায়নি।
আমরা মুক্তকথা পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
|