দিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ভুক্তভোগী মানুষের চলাচলের রাস্তাসহ ঘরবাড়ি, ফসলী জমি জলমগ্ন হচ্ছে। কিন্তু মনু প্রকল্পের কাসিমপুর পাম্প ২৪ ঘন্টা সচল না থাকায় হাওরের পানি বৃদ্ধি থামছে না। নিরবিচ্ছিন্ন ভাবে পাম্প হাউজের ৮টি পাম্প সচল রেখে পানি সেচ দিয়ে কুশিয়ারা নদীতে ফেলার দাবিতে হাওর রক্ষা সংগ্রাম কমিটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন হাওর রক্ষা কমিটির সভাপতি অ্যাডভোকেট মঈনূর রহমান মগনু, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, সাংবাদিক জাবেদ ভূঁইয়া, সদর উপজেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন ও সম্পাদক রাজন আহমদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) এম এ হান্নান খান বলেন, চাহিদা মতে বিদ্যুৎ যোগান না পাওয়ায় দিনে একটি পাম্প ও রাতে সব ক’টি পাম্প সচল রেখে পানি নিস্কাষণ কনা হচ্ছে। বিদ্যুৎ সমস্যা না না থাকলে দিন-রাত সব সময় পাম্প সচল রাখা সম্ভব হত।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জরুরী মিটিংয়ে থাকায় এখনও স্মারকলিপি আমার হাতে পৌছেনি। হাওর রক্ষা কমিটির নেতৃবৃন্দ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে সব সময় পাম্প সচল করে হাওরের পানি নিস্কাষণের ব্যবস্থা করা হবে।
|