কিংবদন্তীর ফুটবল খেলোড়ী ‘কালোমানিক’ পেলে আর নেই। ৮২ বছর বয়সে বিশ্বের অগুনতি মানুষকে কাঁদিয়ে অনন্ত অজানায় পাড়ি জমালেন ফুটবলের অবিসংবাদিত এই রাজা। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর বিবিসি এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
ফুটবল কিংবদন্তীর এই সম্রাটের জন্ম ১৯৪০ সালের ২৩ অক্টোবর। জন্মের পর বাবার দেওয়া নাম ছিল ‘এদসোঁ আরাঁচ দু নাসিমেঁতু‘। বিশ্ব অবশ্য এ নামে তাকে চেনেনি। ১৯৫৮ সালে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি। পর পর চারটি বিশ্বকাপে খেলেছেন। তার মধ্যে তিন বার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। বিশ্বের আর কোনও ফুটবলারের তিনটি বিশ্বকাপ জয়ের নজির নেই।
ফুটবল মাঠে তার সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেননি প্রতিপক্ষের কোনো রক্ষক। ফুটবলের সেই সম্রাট জীবনের খেলায় হার মানলেন মরণব্যাধি ক্যান্সারের কাছে। অবশ্য জীবনের শেষতো কোন না কোন এক বিন্দুতে হবেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এই লড়াই শেষে বিশ্বজোড়া ভক্তদের কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন ফুটবলের রাজা ‘কালোমানিক’ পেলে।
১৯৭৭ সালে অবসর নেওয়ার পরেও সাবেক এই খেলোয়াড় সারা দুনিয়ায় এখনও সবচেয়ে পরিচিত ও সম্মানিত ব্যক্তিদের একজন হয়েছিলেন, আছেন এবং থাকবেন।
|