মৌলভীবাজার জেলা সমাজসেবা বিভাগের এতিম ও প্রতিবন্ধী মেয়ে প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে প্রশিক্ষন সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার ও সনদ বিতরণ ও মটরসাইকেলের চাবি হস্তান্তর অনুষ্ঠিত হয়ে গেল গতকাল ২০জুন।
মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার জেলা সমাজসেবা বিভাগের এতিম ও প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা সমাজসেবা বিভাগের এতিম ও প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ কেন্দ্রের মহাব্যবস্থাপক ও জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা মিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিনের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপরিষদ এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দিন।
মৌলভীবাজার জেলা সমাজসেবা বিভাগের এতিম ও প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট বিভাগের সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। বিষয়ের উপর মূখ্য আলোচনা করেন মৌলভীবাজার টেকনিকেল সেন্টারের অধ্যক্ষ মো: আক্তার হোসেন।
সেমিনারে বক্তরা বলেন বাংলাদেশের যুবকরা বর্তমানে সরকারি চাকুরীর জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে।পরে দেখাযায় যে অনেকেই চাকুরি না পেয়ে তারা যেমন পরিবারে বোঝা হয়ে দাড়ায় তেমনি রাষ্ট্রের জন্য একটি অভিশাপ বহন করে। বর্তমানে বাংলাদেশ সরকার প্রশিক্ষনের মাদ্যমে বেকার যুবকদের আত্বর্কম সংস্থানের জন্য বিভিন্ন সুযোগ করে দিচ্ছে। বিশেষ এতিম ও প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ গ্রহন ও সফল উদ্যোক্তা তৈরীতে প্রশিক্ষনের পাশাপাশি তাদের ঋণ প্রদানের ব্যবস্থা করেছে। তাই কর্মসংস্থান সৃষ্টি করতে প্রশিক্ষনের বিকল্প নেই।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার সরকারী কর্মকর্তা, মাঝারি উদ্দ্যেক্তা, ব্যবসায়িসহ শিক্ষার্থিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি প্রশিক্ষন প্রাপ্ত এতিম ও প্রতিবন্ধী মেয়েদেও মাঝে সনদপত্র এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা সমাজসেবা অফিসের জন্য সরকারিভাবে বরাদ্দকুত মটরসাইকেলের চাবি হস্থান্তর করেন।