সিলেটে বন্যার কোন উন্নতি হয়নি
উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। উজানে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে সিলেটের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। জেলার তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এমন অবস্থায় জেলার খাল ও নালার পানি বেড়ে বিভাগীয় শহরসহ এর আশে-পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যা গোদের উপর বিষফোঁড়ার মত অবস্থা। এতে সিলেট নগরের ভেতরে অনেক বাসাবাড়িতে পানি জমে গেছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সূত্রে জানা গেছে, রোববার(১৬ জুন) দুপুর ১২টা পর্যন্ত সিলেটের সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্ট এবং সারি নদের সারিঘাট পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিগত দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জেলার খাল ও নালার পানি বেড়ে অনেক বাসাবাড়িতে পানি উঠেছে।
এদিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারতে বৃষ্টিপাত কমে এলে পরিস্থিতির উন্নতি হবে এমন আশা প্রকাশ করেছেন অভিজ্ঞজনেরা।