1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বৃটেনে রাজনীতি... - মুক্তকথা
রবিবার, ২৫ মে ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

বৃটেনে রাজনীতি…

আনসার আহমদ উল্লাহ॥
  • প্রকাশকাল : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১২ পড়া হয়েছে

লন্ডনে ফিলিস্তিনের জন্য শত শত মানুষ মিছিলে যোগ দিয়েছিলেন


লন্ডন,  ১৭ মে ২০২৫ — প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন(পিএসসি) তাদের “নাকবা ৭৭ সপ্তাহের কর্মসূচী” শেষ করে লন্ডনে একটি বিশাল মিছিলের মাধ্যমে, যেখানে লক্ষলক্ষ মানুষ ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুত করার ঘটনা ‘নাকবা’-এর ৭৭তম বার্ষিকী উদযাপনের জন্য রাস্তায় নামে। ফিলিস্তিনি পতাকা এবং গাজায় ইসরায়েলিকর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্ল্যাকার্ড বহনকারী বিক্ষোভকারীরা গত তিন মাস ধরে ইসরায়েল কর্তৃক আরোপিত অবরোধের ন্যায়বিচার এবং অবরোধের অবসানের দাবিকরেছেন।

 

বিক্ষোভকারীরা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, মানবতাবিরোধী অপরাধের প্রতি তার সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।
মিছিলে বক্তারা কয়েক দশক ধরে আন্তর্জাতিক সহযোগিতা এবং ভণ্ডামি বলে অভিহিত করেছেন।

অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি প্রতিরোধের স্থায়ী আশার কথাও বলেন। “আমাদের সংগ্রাম ধৈর্য এবং আশার সংগ্রাম,” একজন মার্চার বলেন।
বিশাল এবং বৈচিত্র্যময় জনতার মধ্যে শত শত বাঙালি মার্চারও ছিলেন। “বেঙ্গলিজ ফর প্যালেস্টাইন” সংগঠনেরর সদস্যরা মিছিলে অংশ গ্রহণে ছিলেন যাদের মধ্যেনূরউদ্দিন আহমেদ, রাজনউদ্দিন জালাল, আনসার আহমেদ উল্লাহ, শফিক আহমেদ, স্মৃতি আজাদ, আহমেদ ফকর কামাল, আবু হুসেন, মাহমুদ আলী, মোসাদ্দেক হোসেনএবং আরও অনেকে।

মস্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদেরপ্রত্যাবর্তনের অধিকারের জন্য চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
আন্তর্জাতিক জবাবদিহিতা, সংহতি এবং ফিলিস্তিনি জনগণের জন্য স্বাধীনতা ও মর্যাদার মূলে নিহিত ন্যায়সঙ্গত শান্তির জন্য পুনর্নবীকরণের আহ্বানের মাধ্যমে পদযাত্রাটিশেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT