পিকআপসহ আটক ২
অর্ধ লক্ষ টাকার অবৈধ কাঠ উদ্ধার
শ্রীমঙ্গল শহরের জালালিয়া সড়ক থেকে অর্ধ লক্ষ টাকার অবৈধ কাঠ বোঝাই পিকআপসহ ২ জন পাচারকারীকে আটক করে বনবিভাগ।
মৌলভীবাজার রেঞ্জের রেঞ্জ অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান, গতকার ১১ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৪ ঘটিকায় র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল কর্তৃক মুঠোফোনে একটি অবৈধ কাঠ বোঝাই পিকআপ আটকের সংবাদ পাই।
তাৎক্ষনিক বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নির্দেশনা মোতাবেক স্টাফসহ শ্রীমঙ্গল পৌরসভার ৩নং ওয়ার্ডের জালালীয়া রোডে যাই। সেখানে মাতৃছায়া ওয়ার্কসপ এর সামনে পাঁকা রাস্তার উপর র্যাব-৯, সিপিসি-২ এর সহায়তায় দুইজন লোকসহ কাঠ বোঝাই ঢাকামেট্রো ন-২১-৪৬০১ পিকআপ গাড়ি আটক করি।
![]() এভাবেই নির্বিঘ্ন নিরাপদে অবৈধ দামী গাছ পাচার চলে। ছবি: মুক্তকথা |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() অবৈধ কাঠের সাথে আটক ব্যক্তি দু’জন। ছবি: মুক্তকথা |
কাঠের স্বপক্ষে বন বিভাগের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অডিট কড়ই গোল ১২ টুকরায় মোট ৫১.০৫ ঘনফুট কাঠসহ পিকআকটি জব্দ করা হয়। এসময় অবৈধ কাঠ পাচারের অপরাধে কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর নিবাসী আব্দুল গনি মিয়ার পুত্র মোঃ চেরাগ আলী (২৫) এবং একই উপজেলার বালীগাঁও গ্রামের মৃত একিন উল্লাহর পুত্র কবির মিয়া (৬২) কে আটক করা হয়। পরবর্তীতে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
রেঞ্জ অফিসার মোঃ সালাহ উদ্দিন জানান, এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে।