মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজার শহরে আলোচিত শাবাব-মাহি হত্যা মামলাটি এখনো কোন কূল-কিনারায় পৌঁছায়নি। বাদীনির নারাজির প্রেক্ষিতে মামলাটি পিবিআই এখন তদন্ত করছে। আলোচিত এ জোড়া খুন’র ঘটনায় শাবাব’র পরিবার থেকে তার মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে মামলা করলেও নিহত মাহির পক্ষ থেকে কেউ মামলা দায়ের করেননি।
নিহত শাবাব’র মায়ের অভিযোগ আসামীরা প্রকাশ্যে ঘুরা-ফেরা করে তাদের ভয়-ভীতি দেখাচ্ছে। নিজের নিরাপত্তা চেয়ে মৌলভীবাজার মডেল থানায় তিনি জিডি করেছেন। জিডিতে তিনি প্রতিপক্ষ আনিছুর রহমান তোষারসহ ৭ জনের নাম উল্যেখ করে বলেন, শাবাব হত্যা মামলার এ আসামীরা হাজতে থেকে পরবর্তীতে জামিনে মুক্তি পায়। এর পর থেকেই তারা মোটরসাইকেল যোগে প্রকাশ্যে হুমকি দেয়। তিনি
তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে চলতি বছরের ১২ ফেব্রুয়ারী থানায় (জিডি নং-৭১৬) জিডি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরাপত্তার দাবী জানান।
কান্নাবিজরিত কন্ঠে নিহত শাবাব’র মা সেলিনা রহমান সম্প্রতি এই সংবাদদাতাকে বলেন, তার পুত্র হত্যার মূল হোতা ফাহিম মোনতাছিরকে আইনের আওতায় না এনে চার্জশীট দেয় পুলিশ। সমস্ত চার্জশীট এলোমেলো শুনে আমি তাড়াহুড়ো করে অস্ট্রেলিয়া থেকে দেশে এসে মামলার তদন্তভার পিবিআইতে পাঠাই। তিনি বলেন, মামলা তদন্তাধীন থাকা সত্ত্বেও আসামীরা আমাদের হুমকি দিচ্ছে। তারা অদৃশ্য কার আশ্রয়-প্রশ্রয়ে এখন বেপরোয়া হয়ে উঠেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে পুত্র হত্যার বিচার দাবী করেন। শাবাব’র বাবা বয়োবৃদ্ধ আবুবক্কর সিদ্দিক বলেন, পুত্র হত্যা মামলার এখনো কোন সাড়া-শব্দ পাচ্ছিনা। আসামী পক্ষের লোকজন প্রকাশ্যে চলাফেরা করছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিদেশ পালিয়ে যাওয়া আসামীদের দেশে আনা ও যারা জামিনে আছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ বিচারের দাবী করেন।
|