বদরুলমনসুর অমর একুশ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর পরিবেশে নানা অনুষ্টানের মধ্য দিয়ে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের গ্রেঞ্জমোর পার্কে কাউন্সিলের প্রদত্ত জায়গায় কমিউনিটির নিজস্ব অর্থায়নে নির্মিত শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রথমবারের মত এক নবইতিহাসের সূচনা করেছে ওয়েলস বাংলাদেশ কমিউনিটি ইন ইউকে। একুশের গান গেয়ে প্রথম প্রহরে শোভাযাত্রা সহকারে বাংলাদেশের হাইকমিশনার কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ডমেয়র, কাউন্সিল লিডার, ওয়েলস এসেম্বলি মিনিষ্টার, কার্ডিফের লেবারপার্টি কনজার্ভেটিভপার্টি, লিবারেল ডেমোক্রেট পার্টির কাউন্সিলারবৃন্দ ও ইন্টারন্যাশনাল মাদারল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার ট্রাষ্টি কমিটিসহ বাংলাদেশের বিভিন্নরাজনৈতিক যুবসংগঠন, সামাজিক সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে স্কুলছাত্রছাত্রীরা একে একে শহীদ মিনারবেদীতে ফুলেল স্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
মনুমেন্ট তথা শহীদমিনার ফাউন্ডারট্রাষ্ট কমিটির চেয়ারম্যান আনোয়ার আলীর সভাপতিত্তে ও মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার ট্রাষ্ট কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বার্মিংহামের সহকারী হাইকমিশনার নাজমুলহক, কাউন্সিলার দিলওয়ার আলী, ফাউন্ডার ট্রাষ্ট কমিটির ডেপুটিচেয়ার মোহাম্মদ সেরুলইসলাম, ট্রেজারার আনহার মিয়া, ট্রাষ্টি শেখ তাহির উল্লাহ, ট্রাষ্টিমোহাম্মদমুজিব, ট্রাষ্টি আসাদমিয়া, ট্রাষ্টি এম এ সালাম বুলবুল ও ট্রাষ্টি শামীম আহমদ প্রমুখ।পরদিন ২১শেফেব্রুয়ারি কার্ডিফের বিভিন্ন স্কুলের বিপুল সংখ্যক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নবপ্রজন্মের মাসুদা আলী ও নাদিয়া ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি কার্ডিফের লর্ড মেয়র রাইট অনারেবল ডায়ানরিস, কাউন্সিল লিডার হিউটমাস, মরফুডমেরেডিথ ওয়েলস এসেম্বলির মেম্বার জুলিমগানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় কাউন্সিলার ফাউন্ডার ট্রাষ্টি, লাইফমেম্বার, ফ্রেন্ডস অব মনুমেন্ট সহ সোয়ান সী নিউপোর্ট ও কার্ডিফ শহরের অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
উভয় অনুষ্ঠানেই ভাষাশহীদানদের প্রতি স্রদ্ধাজানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ভাষার গুরুত্ব ও ইউনেস্কো কতৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সীকৃতি প্রদানসহ নানা ইতি কথা তুলে ধরেন।