1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জুড়ীতে বন্যা দূর্গতদের সাহায্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে এগিয়ে এলো উইমেন্স মেডিকেল কলেজ - মুক্তকথা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন

জুড়ীতে বন্যা দূর্গতদের সাহায্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে এগিয়ে এলো উইমেন্স মেডিকেল কলেজ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৯৭ পড়া হয়েছে

মৌলভীবাজার ও জুড়ী অফিস।। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘সজিবনী’র আয়োজনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রায় পাঁচ শতাধিক বন্যাদূর্গতদের বিনামূল্যে  স্বাস্থ্য সেবা দেয়া হলো শুক্রবার দিনব্যাপী।  ‘মুক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়’এ অনুষ্টিত ডাক্তারী তাবুতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যতিক্রমী চিকিৎসাসেবায় ‘মেডিসিন’,’গাইনী’, শিশু ও চর্মরোগীদের পৃথক পৃথক ভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। রোগীদের সুবিধার জন্য রেজিস্টেশন কক্ষ খুলে ফ্রি টিকেট দেয়া হয়। এসময় অবশিষ্ট আরো ৭টি কক্ষ খুলে বিশেষজ্ঞগণ রোগীদের সেবা দেন। পাশাপাশি সব কক্ষের চিকিৎসাসেবা কেমন হচ্ছে এর জন্য আলাদা মনিটরিং করেন পৃথক বিশেষজ্ঞরা।
পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতইল গ্রাম থেকে আসা নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আব্দুল আহাদ চর্মরোগ নিয়ে ওই ক্যাম্পে এসে চিকিৎসাসেবা নিয়ে বের হয়ে জানায়, ওই ক্যাম্পের চিকিৎসাসেবা খুবই ভাল লাগছে। জায়ফরনগর ইউনিয়নের ঘরের গাওঁ থেকে স্বামী মন্তাজ আলীকে নিয়ে আসেন রুপিয়া বেগম। তিনি বলেন, বিশ মাস বয়সী মেয়ে ফাইমা বেগমকে মাথার চুলকানী কমাতে ডাক্তার দেখিয়ে গেলাম। তাদের ব্যবহার খুবই ভাল লাগছে। তিন প্রকার ওষুধ দেয়ায় আমরা ভীষন খুশি। ‘মুক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়’এর প্রধান শিক্ষক ইসহাক আলী বলেন, লাগাতার ছয় মাসের বন্যা দূর্গত এলাকায় এসে চিকিৎসাসেবা দেয়ায় মেডিকেল টিমকে ধন্যবাদ জানাই।
সিলেট উইমেন্স  মেডিকেল কলেজের সজিবনী ‘ব্লাড ডোনার’এর সভাপতি ইফফাত আরা চৌধুরী বলেন, ‘সজিবনী’র পক্ষ থেকে বাহিরে এসে দেয়া প্রথম চিকিৎসাসেবা এটি। তাই ক্যাম্পে ভাল চিকিৎসা দেবার চেষ্টা করছি আমরা।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স  মেডিকেল কলেজের ‘ম্যানেজিং ডিরেক্টর’ ডাঃ মোঃ শাহ আব্দুল আহাদ, মৌলভীবাজার ২৫০ শয্যা  হাসপাতালের ‘কার্ডলজিস্ট’ বিভাগের ‘সিনিয়র কনসালটেন্ট’ ডাঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, সিলেট উইমেন্স  মেডিকেল কলেজ থেকে আগত ডাঃ নিজাম উদ্দিন, ডাঃ মো শরীফ উদ্দিন, ডাঃ সৈয়দ তাসনুভ সামী, ডাঃ ফেরদৌসী জান্নাত লিজা, ডাঃ আব্দুস সামাদ, ডাঃ অনুরুদ্ধ পাল, ডাঃ বুশরা আক্তার, ডাঃ ফাহিমাতুন নূর, ডাঃ রিভা চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মাছুম রেজা, দুদকের জুড়ি উপজেলা সভাপতি তাজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ, আজিজ আহমদ কিব্রিয়া, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, এমএম শামছুল ইসলামসহ অনেকই।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT