1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাসদের ৩৯তম ও রুশ বিপ্লবের ১০২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

বাসদের ৩৯তম ও রুশ বিপ্লবের ১০২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৯ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। সরকারের কঠোর সমালোচনা করেছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ। তিনি মৌলভীবাজারে বাসদ আয়োজিত এক সভায় বক্তব্য রাখছিলেন। বাসদ এর ৩৯ তম এবং মহান রুশ বিপ্লবের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মৌলভীবাজার জেলা শাখা গণমিছিল ও আলোচনা সভার আয়োজন করে। জেলা কমিটির সদস্য আবুল হাসানের সঞ্চালনায় জেলা আহবায়ক এডভোকেট মইনূর রহমান মগনু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাসদ জেলা শাখার সদস্য বদরুল হোসেন, দীপংকর ঘোষ, সিলেট জেলার আহবায়ক আবু জাফর, শ্রমিক ফ্রন্ট জেলা সংগঠক রায়হান আনছারী, ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আল কাদেরী জয়, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।

পেয়াঁজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। সরকার মুখে নানা কথা বললেও সিন্ডিকেট করে যারা হাজার হাজার কোটি টাকা জনগণ থেকে হাতিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

আলোচনা সভায় বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো সচেতন মানুষ আতঙ্কিত না হয়ে পারে না। একদিকে আকাশ ছোঁয়া উন্নয়ন, অন্যদিকে বৈষম্যের পাহাড়। মানুষের দুর্দশার শেষ নেই। ১৯৮০ সালে ৭ নভেম্বর বাংলাদেশে সমাজতান্ত্রিক দল- বাসদ প্রতিষ্ঠার পর থেকে শোষণমূলক ব্যবস্থা দুর করে সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আমাদের লড়াই অব্যাহত রেখেছি। মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, দেশের প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন প্রতিরোধ, অপসংস্কৃতি অশ্লীলতার বিরুদ্ধে লড়াই, শ্রমিকের ন্যায্য মজুরি, কৃষকের পণ্যের ন্যায্য দাম প্রাপ্তি, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদী আগ্রাসন লুণ্ঠনের বিরুদ্ধে সোচ্চার থেকে আমরা আমাদের সংগ্রাম পরিচালনা করছি।
ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, পেয়াঁজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। সরকার মুখে নানা কথা বললেও সিন্ডিকেট করে যারা হাজার হাজর কোটি টাকা জনগণ থেকে হাতিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

বক্তব্য রাখছেন বজলুর রশীদ ফিরোজ। ছবি: মুক্তকথা

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT