1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকের ঢল - মুক্তকথা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

মাধবকুন্ড জলপ্রপাতে পর্যটকের ঢল

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৯৫৬ পড়া হয়েছে

ছবি- মুক্তকথা

মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুন্ড জলপ্রপাতে বছর জুড়ে পর্যটকদের ভীড় লেগেই থাকে। তবে ঈদ উৎসবে পর্যটকদের সমাগম একটু বৃদ্ধি পায়। এতে মুখরিত হয় পর্যটন এলাকা। হাসি ফুঠে ওঠে স্থানীয় ব্যবসায়ীদের মুখে। এবারও ঈদুল আজহার ছুটিতে মাধবকুন্ডে পর্যটকদের ঢল নেমেছে।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের প্রথম দিন বুধবার থেকে তৃতীয় দিন শুক্রবার বিকেলে তিনটা পর্যন্ত মাধবকুন্ড জলপ্রপাতে প্রায় ৫ হাজার পর্যটকের সমাগম ঘটে। প্রতিদিন আশপাশের উপজেলার মানুষ ছাড়াও দেশের অন্যান্য জেলা এবং বিদেশী পর্যটকরা ভীড় করেছিলেন মাধবকুন্ডে। এতে বেঁচাকেনা ভালো হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের মুখেও  হাসি ফুটেছিল।
সরেজমিনে শুক্রবার দুপুরে দেখা গেছে, দূর-দূরান্ত থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ নানা বয়সী মানুষ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের ছোট-বড় যানবাহনে করে মাধবকুন্ডে বেড়াতে আসেন। মৌলভীবাজার জেলা পরিষদের নির্মিত গাড়ি রাখার টার্মিনালে জায়গা না হওয়ায় আগত পর্যটকরা সড়কের ওপর গাড়ি পার্কিং করেছেন। এতে অনেকসময় যানজট লেগেছে।
স্থানীয় দোকানগুলোতে জমজমাট বিকিকিনি হয়েছে। জলপ্রপাতের পানিতে নানা বয়সী মানুষ সাঁতার হইচৈ করে সাঁতার কেটেছেন। কেউ কেউ প্রিয়জনদের ছবি ক্যামেরাবন্ধি করেছেন।
মাধবকুন্ড পর্যটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম শুক্রবার বলেন, ‘পর্যটকের নিরাপত্তায় পুলিশ সবসময় কাজ করছে। আগত পর্যটকরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে যাতে পাহাড় চূড়ায় না উঠতে পারে, সেজন্য পুলিশ সর্তক আছে।
কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।’ বনবিভাগের বড়লেখা রেঞ্জের সহযোগি রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস শুক্রবার বিকেলে বলেন, ‘ঈদের ছুটিতে দেশের বিভিন্ন জায়গার পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকরাও মাধবকুন্ডে বেড়াতে আসছেন। প্রতিদিন পর্যটকের সংখ্যা বাড়ছে। আমরা সবসময় নজর রাখছি, যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT