মৌলবীবাজার প্রেস ক্লাব এর তিন বারের সভাপতি বর্ষিয়ান সাংবাদিক জনাব এম এ সালাম কে নিয়ে লন্ডনে মনোজ্ঞ বৈঠক।
৩রা আগস্ট ২০২৩ হোয়াইট চাপেলের ‘কফি কর্নার’ রেস্তোরাঁর বৈঠককক্ষে বিকাল পাঁচ ঘটিকায় এক চা চক্র এবং আড্ডার আয়োজন করা হয়। বীর মুক্তি যোদ্ধা, প্রবীন সাংবাদিক এবং অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এম এ মান্নানের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাংবাদিক মোনজের আহমদ চৌধুরীর পরিচালনায় বৈঠকী আলোচনায় অংশ গ্রহন করেন প্রবীন সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিক এডভোকেট হারুনুর রশিদ; যুক্তরাজ্য মুক্তিযোদধা সংসদের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম খান; বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তাফা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবী আওরঙ্গজেব বুলবুল; বিশিষ্ট সাংবাদিক জিএসসি’র পৃষ্ঠপোষক, স্থানীয় বাঙ্গালী সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট প্রগতিশীল রাজনীতিক ও সমাজসেবক সত্যব্রত দাস, কেমডেনে বসবাসরত বাঙ্গালী সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ফকরুল ইসলাম খসরু; সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক আফসার উদ্দীন, সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ ব্যক্তিবৃন্দ।
উল্লেখ্য, আবু তাহের চৌধুরীর কন্যা উম্মে হানা চৌধুরী ফুলের তোড়া দিয়ে অতিথিকে বরণ করেন।