আব্দুল ওয়াদুদ মৌলভীবাজার থেকে।। মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের মাঠে বহুল আলোচিত মোহাম্মদ আলী শাবাব ও নাহিদ আহমদ মাহি হত্যাকান্ডের ঘটনায় এজাহারভুক্ত আসামি আরাফাত রহমান আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১নং আমলী আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন আরাফাতকে। মৌলভীবাজার মডেল থানার ওসি(তদন্ত) নজরুল ইসলাম-এর সাথে শুক্রবার দুপুরে মুঠোফোনে আলাপচারিতার প্রেক্ষিতে তিনি জানান, জোড়া খুনের মামলার ২নং আসামী আরাফাত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন আদালত।
তিনি আরো বলেন, ওই আলোচিত মামলার ১ নং আসামী তোষারসহ অন্যান্যরা এখনো বাহিরে আছে। তবে, গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত আছে। উলেখ্য, মৌলভীবাজারে ছাত্রলীগের গ্রুপ উপগ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে দীর্ঘদিন ধরে বয়ে চলা দ্বন্দ্বে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি হত্যা মামলার এজাহার ভুক্ত ২নং আসামি হলো আরাফাত রহমান। রাজনৈতিক ওই গ্রুপিং-এর জেরে শাবাব ও মাহি গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের মাঠে নিজ দল ও গ্রুপের প্রতিপক্ষের হাতে খুন হয়। হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা করেন নিহত ছাত্রলীগ নেতা শাবারের মা সেলিনা রহমান চৌধুরী। ওই মামলায় ১২ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। মাহির পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। এ ঘটনার প্রায় এক মাস অতিবাহিত হলেও মামলার এজাহারে উল্যেখিত ১২ আসামির মধ্যে তিনজন ধরা পড়েছে। আর সর্বশেষ গত বৃহস্পতিবার একজন আত্মসর্মপণ করল।