1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'রাধারমণ সোসাইটি'র বাউল ও বৈষ্ণব সঙ্গিত উৎসব লন্ডনে - মুক্তকথা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

‘রাধারমণ সোসাইটি’র বাউল ও বৈষ্ণব সঙ্গিত উৎসব লন্ডনে

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ২৯১ পড়া হয়েছে

রাধারমণের গান গাইছেন গৌরী চৌধুরী

লন্ডন: শনিবার, ৮ বৈশাখ ১৪২৪।। ভিন্ন ভিন্ন তিন দিনে শুরু হয়েছে বাউল ‌‌ও বৈষ্ণব বাদ্য-বাজনা উৎসব লন্ডনে। আয়োজন করেছেন ‘রাধারমণ সোসাইটি, লন্ডন। তাদের পৃষ্ঠপোষকতায় আছেন লন্ডন নেহরু সেন্টার, কবি নজরুল সেন্টার ও রিচ মিক্স। গত কাল ছিল উৎসবের প্রথম দিন। লন্ডনের ‘নেহরু সেন্টার’এ ভক্তিমূলক সঙ্গিতের কথায় যন্ত্র বাজানো ও সঙ্গীত এ দু’ভাগে ভাগ করে পরিবেশিত হয় সঙ্গিতানুষ্ঠান।

আয়োজকরা চেষ্টা করেছেন তাদের লব্ধ অভিজ্ঞতা থেকে পরিবেশনাকে পরিপাটি করে সাজিয়ে উৎসবের আমেজ আনতে। তবে উপস্থাপনা কিংবা পরিবেশনা থেকে শিল্পী কলাকুশলীদের যন্ত্রবাদ্য ও সঙ্গিত ছিল উচ্চ মানের মনোমুগ্ধকর।
২১ এপ্রিল, ২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল, ভিন্ন ভিন্ন এ ৩দিনে অনুষ্ঠিত হবে ৩টি হলে এ বৈষ্ণব উৎসবের ৩টি পর্ব। ‘রাধারমণ সোসাইটি’ তাদের এ উৎসবায়োজনকে সকলের জন্য উন্মুক্ত রেখেছেন। লন্ডনের বাঙ্গালী সাংস্কৃতিক আঙ্গিনার বরেণ্য শিল্পীদের একাংশ উৎসবের সূচনাদিনে অংশ নেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন-গৌরী চৌধুরী, ইয়ামিন চৌধুরী, নারায়ন দে, মোহাম্মদ কলম্দর তালুকদার, লুৎফুর রহমান, নুরুজ্জামান আহমদ প্রমুখ শিল্পীগন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT