মুক্তকথা সংবাদকক্ষ।। ঈদ উপলক্ষে ও মহামারী করোনার কারনে মৌলভীবাজারে ৪০’টি বাসা ভাড়া মওকুফ করলেন লন্ডন প্রবাসী, সমাজ সেবক মৌলভীবাজার সদর উপজেলা ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের জান্নাত মার্কেটের মালিক প্রবাসী কিবরিয়া মিয়া।
![]() |
গত ২১ মে বৃহস্পতিবার জানাযায়, মহামারী করোনার প্রভাবের কারণে ও পবিত্র রমজান মাসের ঈদ উপলক্ষে সকল বাসা ভাড়াটিয়াদের ঈদ উপহার হিসেবে পনেরো দিনের বাসা ভাড়া মওকুফ করেছেন। এর আগেও তিনি এলাকার অসহায় হতদরিদ্র দিনমজুর কর্মহীন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছেন।