নির্ধারিত মূল্যে আলুর বিপণনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা সদরের পশ্চিমবাজার এলাকায় আলুর খুচরা ও পাইকারী বাজারে অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে আজ ১৫ অক্টোবর ২০২০ (বৃহস্পতিবার) এই অভিযান চালানো হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারী মূল্য ২৫ টাকা এবং ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকা অনুযায়ী আলুর বিপণন কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষ হতে বিষয়টি নিয়মিত মনিটরিং করা হবে এবং অমান্য করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
এছাড়া, বাজার মনিটরিং এর অন্যান্য কার্যক্রমের মধ্যে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি, লাইসেন্সবিহীন শিশুখাদ্য বিক্রি প্রভৃতি অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ টি মামলায় মোট ১১,০০০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম এবং জনাব অর্ণব মালাকার। এ সময় সহায়তা করেন জেলা মার্কেটিং অফিসার সহ জেলা পুলিশের একটি দল।
|
|
অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা অনুযায়ী ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অদ্য ১৩ অক্টোবর, ২০২০ তারিখ (মঙ্গলবার) বিকাল ৪.৩০ থেকে ৬.০০ টা পর্যন্ত মৌলভীবাজার জেলার সদর উপজেলার শমসেরনগর রোড এলাকায় এই অভিযান চালানো হয়। অত্যাবশ্যকীয় পণ্য যেমন বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং পানি ও পয়ঃপ্রণালী সামগ্রী প্রভৃতি ডিলিং লাইসেন্স ব্যতিরেকে বিক্রয় বা ব্যবসা পরিচালনা করায় অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৩ এর ২(গ) ধারায় ৪জন ব্যাক্তিকে ৪ টি মামলায় ১১,০০০ (এগারো হাজার) টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
|