হারুনূর রশীদ।।
গত ১০ নভেম্বর মঙ্গলবার, করোণা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য “নো মাস্ক, নো সার্ভিস” নামে এক অভিনব প্রচারণা কর্মসূচী চালায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। “নো মাস্ক, নো সার্ভিস” নামাঙ্কিত পতাকা সামনে ধরে প্রদর্শন করে শ্রীমঙ্গল শহরের প্রধান দু’একটি রাস্তা প্রদক্ষিন করেন। এমন কর্মে ভাল প্রচার হয় এবং আনন্দ আছে বৈকি! কিন্তু কিছু কথা থেকে যায়। করোণা মোকাবেলার বিরুদ্ধে আমাদের কোন কিছু বলার আদৌ কোন ইচ্ছে নেই। আমাদের প্রশ্ন অন্যখানে, অনেকটা গভীরের।
এর পরে বলতে হয়, নিজের ভাষার ব্যবহার বাদ দিয়ে বিদেশী ইংরেজী ভাষার বহুল ব্যবহার আমাদের ভাষার উৎকর্ষতাকে, মানুষের মাঝে পৌঁছে দেয়াকে ব্যাহত করে। এ বিষয়েও আমাদের নজর রাখা খুবই প্রয়োজন বলে মনে করি। “নো মাস্ক, নো সার্ভিস” এ কথাদু’টিকে অতীব সুন্দর বাংলায়ও বলা যায়। যেমন উপরে আমরা দু’টো বাংলা ধ্বনি সংযোজন করে দেখানোর চেষ্টা করেছি। এতেকরে সাধারণ মানুষের মাঝে পৌঁছানো যায় সাথে সাথে। আমাদের চিন্তার সাথে সকলকে একমত হতে হবে, আমরা এমন কিছু বলতে চাচ্ছি না। তবে, মানুষের জন্য সরকার প্রদত্ত সেবা, মানুষের অধিকার। এই সেবাদানে কোন শর্তারোপ কেউই করতে পারেন না বলেই আমরা মনে করি। আর তাই এই প্রতিবেদনের অবতারণা। |