1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মনু নদী খননের দাবীতে বিশাল মানববন্ধন - মুক্তকথা
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন

মনু নদী খননের দাবীতে বিশাল মানববন্ধন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৪৩ পড়া হয়েছে

মৌলভীবাজারের মনু নদী খননের দাবীতে বিশাল মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা)। বুধবার সকাল ১১টায় নদীর তীরে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে প্রায় অর্ধশতাধিক সামাজিক সংগঠন এই মানববন্ধনে অংশ নেয়।
বাপার জেলা সমন্ধয়ক আসম সালেহ সোহেল এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য মো. ফিরুজ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি ডা: আব্দুল আহাদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মৌলভীবাজার বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরান, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধূরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার প্রায় সহরাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন- মৌলভীবাজারের মানুষ প্রতি বছর বন্যায় সীমাহীন ক্ষতিগ্রস্থ হয়। আমরা এর অবসান চাই। গত বন্যায় শহরবাসী খুবই আতঙ্কে ছিল। কিন্তু মনু নদী খননের টেন্ডার পাশ হলেও কি কারণে খনন কাজ হচ্ছে না? আমারা এর উত্তর চাই! অথচ খনন কাজের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পথে। আমরা অনতিবিলম্বে মনু নদী খনন চাই। তা নাহলে কঠিন থেকে কঠিনতর আন্দোলনের ডাক দেয়া হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT