৩জন গ্রেপ্তার
এদিকে রাজনগরে রিমি বেগম (১১) নামে এক শিশুকে অপহরণের আরেক ঘটনা ঘটেছে। ওই ঘটনায় শিশুর মা শারমিন বেগম রাজনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ এখানো তাকে উদ্ধার করতে পারেনি। লিখিত অভিযোগ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের খাসপ্রেমনগর গ্রামের ইলাল মিয়ার মেয়ে রিমি বেগম (১১) ও তার ভাই হুসাইন মিয়াকে (১৩) তাদেরই মামা উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাহরলামু গ্রামের মৃত আকিল মিয়ার ছেলে আখলিছ মিয়া (৩০) কাপড় কিনে দেয়ার জন্য গত শনিবার বিকালে মৌলভীবাজার শহরে নিয়ে যায়। বেড়ানোর কথা বলে সন্ধ্যার দিকে শহরের সৈয়দ শাহ মোস্তফা (রাহ.) মাজারে তাদেরকে নিয়ে যায়। এক পর্যায়ে রিমির ভাই কে তার মায়ের খালা রাজিবুন বেগমকে শহরে নিয়ে আসার জন্য সদর উপজেলার বলিয়ারভাগ গ্রামে পাঠিয়ে দেয়। এ সুযোগে মামা আখলিছ মিয়া শিশু রিমিকে নিয়ে চলে যায়। এদিকে রিমির ভাই হুসাইন মিয়া রাজিবুন বেগমের কাছে গেলে তিনি আখলিছ মিয়াকে ফোন করেন। সে ফোন না ধরায় তিনি শহরে শাহ মোস্তফা (রাহ.) মাজারে যান। সেখানে গিয়ে আখলিছ মিয়াকে পান নি। পরে তিনি বিষয়টি রিমির মা শারমিন বেগমকে ফোন করে জানান। এ ব্যাপারে রাজনগর থানায় শারমিন বেগম লিখিত অভিযোগ দেন। তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার এসআই আজিজুর রহমান বলেন, রিমির মায়ের অভিযোগের প্রেক্ষিতে তার সন্ধান পেতে ভাই “রাস্থায়-রাস্থায় ঘুরে খুঁজতেছি”।
শিশু রিমির মা শারমিন বেগম বলেন, তার ভাই বেশ কিছুদিন প্রবাসে ছিল। সেখান থেকে ফিরে এসে সে নিরুদ্দেশ হয়ে যায়। সে ঢাকায় বিয়ে করায় তার সঙ্গে যোগাযোগ কম ছিল। মাঝে মধ্যে ফোন দিলে কোথায় আছে জানতে চাইলে সে কখনো ঢাকায় আবার কখনো চট্রগ্রামে আছে বলে জানাতো। কিন্তু হঠাৎ তাদেরকে কাপড় কিনে দেয়ার কথা বলে মৌলভীবাজার গিয়ে আমার ছেলেকে আমার খালার বাড়ি পাঠিয়ে দেয়। এর পর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, আমরা ধারণা করছি সে শিশু পাচারকারীর সক্রিয় সদস্য। এব্যাপারে রাজনগর থানার ওসি শ্যামল বনিক বলেন, তার মামা তাকে নিয়ে বেড়াতে গেছে। আমরা তার সন্ধানের চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।