মৌলভীবাজারের শেরপুর এলাকায় অবৈধভাবে সড়ক ও জনপথ বিভাগের ৫ একর জায়গা দখর করে গড়ে উঠা দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত জায়গার বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে দুপুর আড়াইটা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(শিক্ষা ও আইসিটি) আব্দুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন, সহকারী কমিশনার(ভূমি) মোস্তাফিজুর রহমান। এসময় পুলিশ সদস্য ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন বলেন, অভিযানে দু’শতাধিক স্থাপনা উচ্ছেদ করে ৫ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩৮ কোটি টাকা হবে। তিনি বলেন, এঅভিযান অব্যাহত থাকবে।