যে কোনো সম্পর্ক পরিপূর্ণভাবে টিকিয়ে রাখতে হলে – ভালোবাসা, বিশ্বাস এবং অধিকারবোধ লাগে। সকালে ঘুম ভাঙলে একজনকে ডাকার অধিকারবোধ, মন খারাপ থাকলে নিজের মানুষটার উপর রাগ দেখানোর অধিকারবোধ, অনেক রাতে ঘুম ভাঙলে, ভয় করলে প্রিয়জনকে ডেকে তোলার অধিকারবোধ, ছোটখাটো হাজার ইচ্ছে মিলে-মিশে পূরণ করার অধিকারবোধ। অধিকার না থাকলে সম্পর্ক কখনো সম্পূর্ণ হয়না। অধিকারবোধটাই এমন যে সবার উপর সমানভাবে রাগ করা যায় না বা ইচ্ছেমতো সবার কাছে আবদার করা যায়না। রাগ করা বা আবদার করা মানুষের প্রতি একটা অন্যরকম অধিকারবোধ কাজ করে। যাকে আমরা ভালবাসাও বলতে পারি। মনের বাসনা ভালবাসার মানুষ ছাড়া অন্য কারো সাথে অংশীদারীত্বে হয় না। এটিও একটি অধিকার। অধিকারবোধেরও আবার সীমা থাকা আবশ্যক। সীমা লঙ্ঘন কোন কিছুতেই চলে না। রাগ করে হয়তো কিছু সময় কথা বন্ধ থাকে দু’জন ভালবাসার মানুষের মধ্যে। এতে দু’জনেরই কষ্ট জড়িত থাকে, আবার দিন শেষে সকল ঝগড়ার অবসানও হয়। অধিকার মনের কোনে সেখানেই কাজ করে। হিসেব নিকেশ করে সবার সাথে কথা বলা যায়না। অধিকারবোধের সাথে রাগ, অভিমান, আবদার সবই মিশে থাকে। যা সবার উপর প্রয়োগযোগ্য না। যে কোনো ধরনের সম্পর্ক গভীর হলে তার মধ্যে কিছুটা অধিকারবোধ জন্ম নিয়ে থাকে। ভালোবাসার মানুষের প্রতি অধিকারবোধ তৈরী হওয়া কোনো অপরাধ নয়, শুধু খেয়াল রাখা প্রয়োজন অন্যের পছন্দ-অপছন্দের দিকটা। সম্পর্কের মধ্যে একটা খোলামেলা পরিবেশ না দিতে পারলে সমস্যার সৃষ্টি হয়। তাই ভালোবাসা, বিশ্বাস সবকিছু যতই পর্যাপ্ত থাকুক, অধিকারবোধ বিষয়টা সম্পর্কের মাঝে কাজ করে অক্সিজেনের মত। যে কোনো সম্পর্কে অধিকারবোধ মোটেও একদিনের বিষয় নয়, বিশ্বাস ও ভালোবাসা দিয়ে ধীরে ধীরে লালন করে গড়ে তুলতে হয়। |