1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আমাদের অগ্রজ- মুক্তকথা
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

আমাদের অগ্রজ-

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫২১ পড়া হয়েছে
হারুনূর রশীদ।।

অধ্যাপক সুনির্মল কুমার দেব মীন

দুনিয়ার দেশে দেশে সকল মানব সমাজেই মনে হয় কিছু মানুষের জন্ম হয় সমাজকে শুধু দিয়ে যাবার জন্যে। এসকল মানুষ নির্বিকার চিত্তে হাসিমুখে শুধু দিয়েই যান। এরা নির্লুভ নিরোহঙ্কারী; অন্যের খুশীই তাদের শান্তি। যেকোন মানুষকে কিংবা মানুষের সমাজকে কিছু একটা দিতে পারলেই তারা তৃপ্তিপান। মানুষকে হাসিয়ে মাতিয়ে রেখে তারা আনন্দ পান। আমার বাল্য থেকে অদ্যাবদি তেমনই কিছু মানুষকে পাওয়ার, দেখার এমনকি তাদের সঙ্গ পাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সত্য বলেই বলতে বাধা নেই যে এখন আর তেমন যুবক দেখি না। চলমান সময়ে আমার চিন্তা-চেতনা, মন-মানসিকতা, সবকিছু মিলিয়ে আমার আজকের অবস্থান, আমার মা-বাবা-নানীর পরেই ওইসব মহেন্দ্র ক্ষনজন্মাদের অবদান।

এমন মানুষ সমাজে প্রতিদিন জন্মায় না। শত শত গড়ে উঠে না। আমার গড়ে উঠায়, আমার বর্তমান-ভবিষ্যৎ জীবনের রচনায় সেই সব পরমাত্মীয়দের সাহচর্য্য-সৌহার্দ্য প্রতিটি পদে পদে কাজ করেছে এখনও করে যাচ্ছে। আমার কাছে শ্রেষ্ঠ এ সকল হিতাকাঙ্ক্ষীদের পরম শ্রদ্ধেয়জনদের অনেকেই অজানা অনন্ত সে না ফেরার দেশে চলে গেছেন। যারা এখনও বেঁচে আছেন তাদেরই একজন আমাদের সকলের শ্রদ্ধেয় মীন দা।

সুনির্মল কুমার দেব মীন। ‘মীন দা’ আমাদেরই মত তার সকল অনুসারীদের দেয়া তার সংক্ষিপ্ত আদুরে নাম। এক সময় সারা শহর জুড়ে এক নামে তাঁকে সকলেই চিনত। তার জন্ম থেকে বাল্য, কৈশোর ও যৌবনের মত জীবনের মহেন্দ্রক্ষনগুলো কাটিয়েছেন ছোট্ট মহকুমা শহর মৌলভীবাজারে। তাকে দেখেছি এবং পেয়েছিও রাজপথের প্রতিবাদী আন্দোলন থেকে শুরু করে লেখা-লেখি, প্রকাশনা, অভিনয়, সমাজসংস্কার, সেবাকর্ম, চাকুরী এবং সর্বোপরি মজলিশি আড্ডায়।
সকলের মন পছন্দের, আনন্দের ও শ্রদ্ধার মানুষ, রসের রাজা ‘মীনদা’। তিনি যেমন কারো কাছে ছিলেন সন্তানসম, কারো ছোটভাই, কারো কারো কাকা-মামা। এখনতো দাদুই হয়ে গেছেন। কভিড আক্রান্ত বিশ্বের এ চরম দুঃসময়ে আমাদের সৌভাগ্য যে আমাদের মীনদা এখনও আমাদের দিয়ে যাচ্ছেন তার যশঃস্বী লেখনির নির্ঝাস।

আমাদের অগ্রজ প্রয়াত অংকন ও অভিনয় শিল্পী মোহাম্মদ রমজান 

মীনদা মানেই দিলখুলা হাসি-তামাসা আর ঠাট্টা! তখনকার সময়ের ছোট্ট সেই মৌলভীবাজার শহরকে বলতে গেলে হাসিয়ে-মাতিয়ে মাথায় তুলে রাখতেন যে ক’জনা তাদের মাঝে ‘মিনদা’ অন্যতম। তার পরেই, সুস্থ সুশীল হাস্য-রসের ফিরিস্তি দিতে যাদের নাম বলা যায় তাদের দু’জন ছিলেন জাত শিল্পী ‘মোহাম্মদ রমজান’ আর ‘রাইমোহন দেব নাথ’। একসময়ে মৌলভীবাজারের সাংস্কৃতিক আঙ্গিনায় তাদের বিচরণ ছিল বাধা-বন্ধন মুক্ত। মৌলভীবাজারের সুস্থ সংস্কৃতি গড়ে উঠার পেছনে যাদের অফুরান কর্ম রয়েছে, তাদের উত্তরসূরীদের এরাই তিন সফল ব্যক্তিত্ব। মোহাম্মদ রমজান ও রাইমোহন দেবনাথ অনেক আগেই ইহলীলা সাংঙ্গ করে জীবনের ওপারে চলে গেছেন। চলে গেছেন স্থানীয় সংস্কৃতির দিকপাল সকলেই।
সুখে-দুঃখে, সুদিন-নিদানে, যুদ্ধের মত ভয়াবহ অবস্থায় মানুষ হাস্যোজ্জ্বল উৎফুল্ল থাকতে পারে, হাসিয়ে-মাতিয়ে আনন্দ দিতে পারে, ‘মীনদা’র সংস্পর্শে না গেলে তা কেউ বিশ্বাসই করতে পারবে না।
কথায় আছে না, চন্ডীপাঠ থেকে জুতো সেলাই, সুনির্মল দেব মীন জীবনকে সমহিমায় সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে জীবনের মূল্যবোধকে সুশীলতার উঁচুতে রেখে কাজ করে গেছেন দৃঢ়ভাবে নিরদ্বিধায়। জীবনের বাঁকে বাঁকে তাঁকে যে হোঁচট খেতে হয়নি তা নয়। কিন্তু জীবনকে অর্থবহ করে তুলতে নিঃশঙ্ক চিত্তে সময়ের দাবীকে মিটিয়ে গেছেন কোন প্রশ্ন ছাড়াই। পত্রিকা বিক্রির জীবন থেকে অধ্যাপনা অবলীলায় নির্বিরোধে ও নিঃসংকোচে করে গেছেন।
৩সন্তানের জনক প্রবীন এই অধ্যাপক মুলতঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মানুষ। পৈত্রিক বাসা সূত্রে জন্ম থেকে জীবনের বাল্য, কৈশোর আর যৌবন কাটে এই মৌলভীবাজার শহরে। সময়ের দাবী মেটাতে গিয়ে তাঁকে কঠোর জীবন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে। সংগ্রাম করেছেন, জীবনের কঠোরতাকে মোকাবেলা করেছেন সুশীল মন-মানসিকতায়। হার মানা তার জীবনকাব্যে নেই।
সে বেশ আগের কথা। তখন মীন দা আমেরিকায়। সে সময়ে আমাদের স্বাধীনতা দিবসের কিছু আগে ফোনে আলাপ হচ্ছিল আমাদের সময়েরই মৌলভীবাজারের আরেক কীর্তিমান অভিনয়শিল্পী সিদ্দিকুর রহমান ফটিকের সাথে। তার কিছুদিন আগে ফোনে আলাপ হয় মিনদা’ কন্যা সাকিরা দেবের সাথে। সাকিরা জানান, মিনদা তার ওখানেই আছেন। আলাপ হয় ‘মিনদা’র সাথেও।
আলাপ প্রসঙ্গে ফটিককে মিনদা’র আমেরিকা অবস্থানের কথা জানাই। ফটিক আমার কাছে মিনদা’র ফোন নাম্বার চাইলে আমি দেই। তারপরই একদিন একটি লিপলেট আমার কাছে আসে, দেখি আমাদের স্বাধীনতার একটি অনুষ্ঠানে আমাদের পথিকৃৎ মিনদা প্রধান অতিথি থাকছেন। সাথে সাথেই আমি খবর আকারে সেই লিপলেটখানা মুক্তকথায় প্রকাশ করেছিলাম। ওই সময়ই মীনদা কন্যা সাকিরা দেবের মাধ্যমে পেয়েছিলাম উপরে পরিবেশিত ভিডিও খানা।
আমেরিকায় বসবাসরত আমাদেরই এক ছোটভাই স্বেচ্ছাব্রতী সমাজকর্ম্মী মিনহাজ আহমদ শাম্মু, সকলের প্রানপ্রিয় আমাদের সেই ‘মীনদা’র একটি সাক্ষাৎকার নিয়েছিল। এখানে তাদের সেই বৈঠকি কথার পুরোটাই তুলে দেয়া হলো।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT