1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আসামীর দায়ের কুপে গুরুতর আহত পুলিশ সদস্য এয়ারএ্যাম্বুলেন্সে ঢাকা স্থানান্তর - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

আসামীর দায়ের কুপে গুরুতর আহত পুলিশ সদস্য এয়ারএ্যাম্বুলেন্সে ঢাকা স্থানান্তর

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৯ মার্চ, ২০১৮
  • ১৪৫৮ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে আটক করতে গিয়ে দায়ের কুপে পুলিশের এএসআই বিকাশ চন্দ্র দে মারাত্মক জখম হয়েছেন। তাৎক্ষনিক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়াতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানেও তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটলে বিশেষজ্ঞদের পরামর্শে রোববার ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ২টায় সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারায়নপাশা গ্রামে। পুলিশ জানায়, ওই গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামী জালাল মিয়াকে আটক করতে এএসআই বিকাশের নেতৃত্বে পুলিশের ছয় জনের একটি টিম রাত দু’টায় আসামীর ঘরে তল্লাশি চালায়। এসময় অবস্থা বেগতিক দেখে জালাল তাৎক্ষনিক দা দিয়ে পুলিশ সদস্য বিকাশের বুকে কুপ দিলে তিনি মাটিতে পড়ে যান। তাৎক্ষনিক পুলিশের অপর সদস্য সাব-ইন্সপেক্টর তফজ্জুলসহ অন্যান্যরা আসামীকে গ্রেফতার করে। আহত ওই পুলিশ সদস্যকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করান। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ ঘটনাটির সত্যতা স্বিকার করে বলেন, আহত বিকাশকে সিলেট থেকে একটি এয়ার এম্বুলেন্স করে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। ওয়ান্টেভুক্ত ওই আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT