বিজয় বুনার্জী সভাপতি ও মানস মাদ্রার্জী সাধারণ সম্পাদক
শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানের গর্ভবতী মায়েদের কল্যাণ ফান্ড কমিটি গঠন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রাজঘাট চা বাগানের গর্ভবতী মায়েদের হাসপাতালে ডেলিভারী করাতে যাতাযাতের ব্যায় নির্বাহে জন্য গর্ভবতী কল্যাণ ফান্ড নামের একটি ফান্ড কমিটি গঠন করা হয়েছে। গত ৮ জুলাই সোমবার সকালে রাজঘাট চা বাগানের পঞ্চায়েত কার্যালয়ে পার্ট নার্স ইন হেলথ এন্ড ডেবেলাপমেন্ট (পিএইচডি) আহবাণে বাগানের পঞ্চায়েত ও মুরুব্বীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সিএম মানস মাদ্রার্জী পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী।
সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জী কে সভাপতি ও মানস মাদ্রার্জীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট গর্ভবতী কল্যাণ ফান্ড (জিকেএফ) নামের একটি কমিটি গঠন করা হয। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সুমন তাঁতী (ইউপি সদস্য) ও পলাশ তাঁতী (প ায়েত সভাপতি), সহ-সাধারণ সম্পাদক অনিল তাঁতী (পঞ্চায়েত সম্পাদক) ও সুশীল তাঁতী (ড্রেসার), অর্থ সম্পাদক কিশোর মিশ্র (পুরোহিত), সদস্য সাবিত্রী শীল (ইউপি সদস্য), সজীব দাস (এইচ এ), নমিতা চক্রবর্তী (এফডাবলিওএ), রঞ্জিত তাঁতী (সাবেক ইউপি সদস্য) সুভদ্রা বিশ্বাস (সিএইচসিএফ), জীতেন তাঁতী (পঞ্চায়েত কোষাধ্যক্ষ), স্বপন তাঁতী (উ,রা,প,সভাপতি), কুসুম তাঁতী (মহিলা প্রতিনিধি), পলিনা খাড়িয়া (মহিলা সেবিকা) সলিল তাঁতা (শ্রমিক সর্দার), মধুসুদন মুন্ডা (শ্রমিক ব্যবসায়ী), সেলিম আহমদ (শ্রমিক প্রতিনিধি) রঞ্জিত নায়েক (লাইন চৌকিদার ও পুতুল তাঁতী (শ্রমিক প্রতিনিধি)।
সভায় ১২ টি সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং উপস্থিত সদস্যদের নিয়ে তাৎক্ষুনিক একটি ফান্ড গঠন করা হয়। পরে ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জী ও প ায়েত সভাপতি পলাশ তাঁতী নব গঠিত কমিটির অনুমোদন প্রদান করেন।
|