মৌলভীবাজার প্রতিনিধি।। ক্বওমী মাদ্রাসা শিক্ষা সনদ স্বীকৃতি আইনের বাস্তবায়ন ও সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলের দাবীতে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে। জেলা ক্বওমী মাদ্রাসা শিক্ষা সনদ স্বীকৃতী বাস্থবায়ন পরিষদ’এর আয়োজনে ক্বারী শামছুল হক’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শোলাকিয়া জাতীয় ঈদগাহ’র গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। এর আগে বিকেল ৪টায় আল্লামা মাসউদ হেলিকাপ্টারযোগে মৌলভীবাজার স্টেডিয়ামে অবতরণ করলে স্টেডিয়াম মাঠে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছাবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ আয়োজনকারীরা। অনুষ্ঠান উদ্বোধন করেন আল্লামা খলিলুর রহমান বরুনী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ আব্দুল বারী ধর্মপুরী, মাওঃ আব্দুর রহীম কাসেমী, মাওঃ সৈয়দ মাসউদ আহমদসহ অনেকেই। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানস্থলসহ শহরে ওইদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল লক্ষনীয়। অনুষ্টান শেষে এ প্রতিবেদকের কথা হয় জেলা ক্বওমী মাদ্রাসা শিক্ষা সনদ স্বীকৃতী বাস্থবায়ন পরিষদ’র সাধারণ সম্পাদক হাফিজ
মাওঃ ময়নুল হক চৌধুরী’র সাথে। তিনি বলেন, মাওলানা মাসউদ জঙ্গিবাদসহ জামায়াত-শিবির বিরুধী আন্দোলনের পুরোধা। জঙ্গিরা যাতে কোন হামলা করতে না পারে তাই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, এর আগে গত বছর শোলাকিয়ায় তাকে লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালিয়েও ব্যর্থ হয়েছিল।