আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার।। সনাতন ধর্মবলম্বীদের পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেট-মৌলভীবাজার-হবিগঞ্জের মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় ঐতিহ্যবাহী মাছের মেলা শুরু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এ মেলা পরদিন (শনিবার) পর্যন্ত দুদিনব্যাপী চলার কথা থাকলেও চলে কয়েকদিন। জুয়া ও অসামাজিক কার্যক্রমের কারনে এই মেলা সমালোচিত ছিল দীর্ঘদিন ধরে। তবে, এবার জেলা প্রশাসন অসামাজিক কার্যক্রম কঠোর হস্থে দমন করার ঘোষনা দিলে মেলাটি ফিরে পেয়েছে তার হারানো জৌলুস। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান শনিবার এ প্রতিবেদককে জানিয়েছেন, এবার মেলায় জুয়া ও অসামাজিক কার্যক্রম চলবেনা। জানা যায়, মনূমুখবাজারের মনুনদীর তীরে শত বছর ধরে এই মেলা বসে আসছিল। নদী ভাঙ্গনও যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে কালের আবর্তে এই মেলা এখন শেরপুরে অনুষ্ঠিত হয়। মাছের এ মেলাটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মাছ ব্যবসায়ীরা এখানে আসেন। মাছ কিনতে আসা হাজারও মানুষের ভিড় জমান এই মেলায়। এখানে শুধু মাছ কিনতে সবাই আসেন না। অনেকে আসেন মাছ দেখতে। স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানায়, কুশিয়ারা,সুরমা,মনু নদী, হাকালুকি হাওর,টাংগুয়ার হাওর,কাওয়াদিঘি হাওর,হাইল হাওরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাছ ব্যবসায়ীরা রুই, কাতলা, বোয়াল, গজার, চিতল,বাঘআইড় মাছসহ বড় বড় মাছ নিয়ে আসেন এ মেলায়। মেলায় মাছ ছাড়াও ফার্নিচার, গৃহস্থলী সামগ্রী, খেলনা সামগ্রী,নানা জাতের দেশীয় খাবারের দোকানসহ গ্রামীণ ঐতিহ্যের দোকানও স্থান পেয়েছে।