আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার।।মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় আহত সেই জেলা কারাগারের প্রিজনার্জ ভ্যান চালক (এটিএসআই)তাজুল ইসলাম(৪০)এর দুই হাত কর্তন করা হয়েছে। গত শুক্রবার বিকেল চারটায় হোন্ডা চালিয়ে পুলিশ লাইন যাবার পথে কুদালীপুল এলাকায় চলন্ত হোন্ডাটি উল্টে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসি’র একটি ট্রাক তার দুই হাতে চাপা দেয়।
এসময় মারাত্মক আহত হন প্রিজনার্স ভ্যানচালক ও হাজত ইনচার্জ তাজুল। তাৎক্ষনিক স্থানীয়রা মৌলভীবাজার ২৫০শয্যা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয় তাকে। মুমূর্ষ হাত ও শরীরের এই অবস্থা বেগতিক দেখে পরে ঢাকার একটি ক্লিনিকে তার দুই হাত কর্তন করা হয়েছে।
তাজুল ৬/৭ বছর ধরে ওই পদে মৌলভীবাজারে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাম্মনবাড়িয়া জেলায়। কৌর্ট ইন্সপেক্টর আব্দুল হাই’র এ সড়ক দূর্ঘটনার বিষয়ে বলেন, তাজুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। শুনেছি উনার দুই হাত কর্তন করা হয়েছে। এই দিকে ওই ঘটনার পরদিন গত শনিবার বিআরটিসির’র ওই গাড়ি চালককে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান।
এ বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ।