শ্রীমঙ্গল থেকে সৈয়দ ছায়েদ আহমদ।। উদ্যোগটি নিয়েছেন শ্রীমঙ্গলের ‘সচেতন নাগরীক কমিটি’। পেছনে অবশ্য সমর্থন যুগিয়েছেন টিআইবি। লক্ষ্য, প্রাথমিক শিক্ষায় স্বচ্চতা আনয়ন, জবাবদিহিতা বৃদ্ধি সর্বোপরি শিক্ষা সেবার মানোন্নয়ন। নিঃসন্দেহে এটি অতীব প্রয়োজনীয় সময়োপযোগী একটি মহতি উদ্যোগ। তবে কাজটি সভা করার মত তত সহজ নয়। অবশ্য শ্রীমঙ্গলের প্রবীন সাংবাদিক সৈয়দ নেসার আহমদ ‘সচেতন নাগরিক কমিটি, শ্রীমঙ্গল’র সভাপতি। তার অভিজ্ঞতা ও ন্যায়নিষ্ঠতা কারো অজানা নয়। মৌলভীবাজার বিশেষকরে শ্রীমঙ্গলের শিক্ষাঙ্গন নিয়ে যারা ভাবেন তাদের ভরসা এখানেই। কিছু একটা হবে!
এ লক্ষ্য হাসিলের উদ্দেশ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় সমুহের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের(এসএমসি) সভাপতিদের নিয়ে স্থানীয় পর্যায়ে করণীয় খুঁজে বের করার জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমন্বয় সভায় বসেছিলেন ‘সচেতন নাগরীক কমিটি’, শ্রীমঙ্গল। গতকাল সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে টিআইবির উদ্যাগে ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। ‘সচেতন নাগরীক কমিটি'(সনাক) শ্রীমঙ্গল সভাপতি সাংবাদিক সৈয়দ নেসার আহমদ সভাপতিত্ব করেন যখন সেখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। স্বজন সদস্য শিক্ষিকা অনিতা দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা উপকমিটির আহবায়ক প্রভাষক জলি পাল এবং অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন টিআইবির প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জণ রায়। এসময় আরো বক্তব্য রাখেন এসএমসির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, এনাম আহমদ চৌধুরী, প্রধান শিক্ষিক আছিযা বেগম, খন্দকার জাকির হোসেন প্রমুখ।