1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজনগরে খেয়াঘাটবাজার-আব্দুল্লাহপুর-নতুনব্রীজ সড়কের এ কোন হাল? - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

রাজনগরে খেয়াঘাটবাজার-আব্দুল্লাহপুর-নতুনব্রীজ সড়কের এ কোন হাল?

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ১২৮৯ পড়া হয়েছে

মৌলভীবাজার থেকে আব্দুল ‌ওয়াদুদ।। রাজনগর উপজেলার খেয়াঘাটবাজার-আব্দুল্লাহপুর-নতুন ব্রীজ সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই ভোগান্তি লাঘবে যেন কেউ পাশে নেই। গত বুধবার সরেজেমিনে গেলে কুশিয়ারা নদী পাড়ের ওই ওয়াপধা সড়কের ইসলামপুর (খালিয়ার ভাঙ্গা) এলাকায় গেলে দেখা যায় প্রায় ১শ ফুট দৈর্ঘ্য ওই যায়গা নদী ভাঙ্গনের কবলে পড়ে খুদ নদীতে হারিয়ে গেছে। এখানে বিকল্প সড়ক হিসেবে বাধেঁর ভিতরে মাটি ভরাট করে গাড়ি চলাচলের সুযোগ করে দেয়া হয়েছে।

নদী সংলগ্ন এই ভয়ংকর যায়গায়টিতে অব্যাহত বৃষ্টিতে এখন কাঁদা আর খানাখন্দকের ছড়াছড়ি। মৌলভীবাজার সদর,শেরপুর ও রাজনগর উপজেলার শত শত গাড়ি এসে ওখানে এসে থামতে বাধ্য হয় অনাহাসে। গাড়ি থামিয়ে সাধারণ যাত্রীরা সজোরে ধাক্কা দিয়ে ওই যায়গাটি থেকে উঠতে দেখা যায় গত বুধবারে। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় খেয়াঘাটবাজার-রাজনগর সড়ক যান চলাচল বন্ধ হওয়ায় বিকল্প সড়ক হিসেবে ওই পথ দিয়ে যাতায়াত করে শত শত গাড়ি। ওই সড়কের গাড়ি চালকরা জানান,খালিয়ার ভাঙ্গায় মারাত্বক এই বেহাল দশায় এখন আমাদের শেষ ভরসা হিসেবে ওই সড়ক আর রইলনা। মৌলভীবাজার পানি উন্ন্য়ন বোর্ডের নির্বাহি প্রকৌশী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী জানান, আমরা খবর নিয়ে বিষয়টি দেখছি তবে,এলজিইডির কাজ হলে তারা করবেন। মৌলভীবাজার এলজিইডির সহকারী প্রকৌশলী জাহাঙ্গির আলম জানান, বিষয়টি আমরা সরেজমিনে দেখে ব্যবস্থা নিচ্ছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT