বড়লেখা।। বড়লেখায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত ‘বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন (সিএইচসিপি)’র চাকুরী জাতীয় করনের দাবীতে ছয়ঘন্টা কর্মবিরতী পালন করেন। শনিবার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত টানা ছয়ঘন্টা এই কর্মবিরতী পালিত হয়। বড়লেখায় কর্মরত সিএইচসিপি সদস্যগন জানান, সারা দেশে ১৩হাজার ৬শ ৮১জন সদস্য এক সাথে শনিবার থেকে তিনদিন ব্যাপী ছয়ঘন্টা কর্মবিরতী পালন করবেন। ‘বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন (সিএইচসিপি)’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের আলোকে বড়লেখায় কর্মরত সিএইচসিপি’র সদস্যরা এর সাথে একাত্বতা জানিয়ে এই কর্মসূচী পালন করেন।
সিএইচসিপি’র বড়লেখা উপজেলা সভাপতি বিনীত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সেক্রেটারি অতিরঞ্চন দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রবিউল ইসলাম সুহেল, সুলতান আহমদ, আলী হোসেন, রুবেল দাস, রুবি দাস, করুনা সিন্ধু পাল, পুলক চক্রবর্তী, সাজু দেব, সঞ্চিতা বিশ্বাস, নাহিদা ইয়াসমিন, শিল্পনা বিশ্বাস, সাজেদা আক্তার মুন্নি, মবিতা দাস, মৌসুমী দাস, মধুচন্দা পুরকায়স্থ, স্বর্না দাস প্রমুখ।
সিএইচসিপি’র সদস্য রবিউল ইসলাম সুহেল জানান, দেশের সব সিএইচসিপি সদস্যরা এক সাথে ছয় ঘন্টা কর্মবিরতী পালন করছে। আমাদের চাকুরী জাতীয়করনের দাবীতে আমরাও বড়লেখায় কর্মবিরতী পালন করেছি। এবং আমাদের কেন্দ্র ঘোষিত তিনদিন ব্যাপী কর্মবিরতি পালিত হবে।
মৌলভীবাজার।। অধিকার বঞ্চিত শীতার্তদের মাঝে মাসব্যাপি শীতবস্ত্র বিতরনের ব্যতিক্রমী কর্মসূচী নিয়ে মাঠে নেমেছে ‘শব্দচর সাহিত্য ফোরাম’ সংক্ষেপে ‘শসাফো’। শনিবার রাতে মৌলভীবাজার শহরের বিভিন্ন রাস্তা ও ফুটপাতে শসাফো সভাপতি কবি আবদুল হাই ইদ্রিছী’র নেতৃত্বে অধিকার বঞ্চিত শীতার্তদেরকে খোঁজে বের করে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’এর মৌলভীবাজার জেলা সেক্রেটারী, সিনিয়র সাংবাদিক শ.ই.সরকার জবলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি মশাহিদ আহমদ, সেক্রেটারী মতিউর রহমান, দুর্ণীতি মুক্তকরন বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা সেক্রেটারী জিতু তালুকদার, ফটো সাংবাদিক উজ্জল ধর, শসাফো’র সাধারণ সম্পাদক মামুন আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম জসিম, নির্বাহী সদস্য সৈয়দা ফোয়ারা জান্নাত মিমি, ফারহানা শারমীন চৌধুরী ও সৈয়দা তাসনিয়া জান্নাত প্রমুখ।
মেহরান জওহার, বড়লেখা।। মৌলভীবাজারের বড়লেখায় হেক্সাস’র ১১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও তিন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার ২০ জানুয়ারী দুপুরে হেক্সাস বড়লেখা শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্তু অনুষ্ঠানে শাখার ব্যবস্থাপনা পর্ষদের পরিচালক(ম্যানেজিং কমিটির ডিরেক্টর) জামিল আহমদের সভাপতিত্বে ও ‘স্পোকেন ইংলিশ’এর প্রশিক্ষক আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বক্তব্য দেন সিলেট জিন্দাবাজার শাখার ‘আইইএলটিএস’এর প্রশিক্ষক মাজহার মুরাদ, বড়লেখা শাখার প্রশিক্ষক ইফতেখার আহমদ রাহেল, ‘ল্যাংগুয়েজ ক্লাবে’র প্রশিক্ষক রওশন লুভনা, কম্পিউটার প্রশিক্ষক শামীমা আক্তার, ‘লাইফ স্কিলস’ প্রশিক্ষক দুলাল আহমদ, ম্যানেজার জাহিদ লিটু, এক্সিকিউটিভ ছাদিক আহমদ, আব্দুর রহমান, শাহরিয়ার মান্না প্রমুখ।