লন্ডন: সত্তুর-আশীর দশকে মৌলভীবাজারের যুবসম্প্রদায়ের প্রানপুরুষ, সাহিত্য-সংস্কৃতি ও খেলার জগতে যার সগর্ব বিচরণ ছিল, প্রানোচ্ছাসে অঙ্গনকে মাতিয়ে রাখতো সেই হাবিবুর রহমান আবু আর নেই। আজ বুধবার ৩ মে, দুপুর তিন ঘটিকায় (বাংলাদেশ সময়) উনার নিজ বাসস্থান গীর্জাপাড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
হাবিবুর রহমান রাজনগর মহাবিদ্যালয়ের ইংরেজীর প্রভাষক ছিলেন। প্রভাষক হিসেবে যোগ দেয়ার পর অসুস্থতার জন্য বেশীদিন তিনি চাকরীতে থাকতে পারেননি। তার আগে মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আবু, স্বাধীনতা পরবর্তী মৌলভীবাজারের প্রথম সাপ্তাহিক মুক্তকথার জন্মলগ্নের কার্য্যকরী সম্পাদক ছিলেন। ২০১৪ সালে মুক্তকথার পক্ষথেকে তাকে স্থানীয়ভাবে ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ-এর সন্মাননা প্রদান করে। তার অসুস্থতায়, সে সময়ের সমাজকল্যাণ মন্ত্রী প্রয়াত সৈয়দ মহসীন আলী ও বর্তমান জেলা চেয়ারম্যান আজিজুর রহমান সাপ্তাহিক মুক্তকথার পক্ষ থেকে প্রয়াত হাবিবুর রহমানের স্ত্রীর হাতে সন্মাননার সনদ তুলে দিয়েছিলেন।
হাবিবুর রহমান আবু’র নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার যোহরের নামাজের পর শাহ মোস্তফা দরগা মসজিদে অনুষ্ঠিত হবে। দরগা প্রাঙ্গণেই তাঁর দাফন সম্পন্ন হবে।
হাবিবুর রহমানের সুপরিচিত ছড়াকার আবু মকসুদ
তার ফেইচবুকে লিখেছেন-আবু স্যার মৌলভীবাজারের খ্যাতিমান ক্রিকেট ভাষ্যকার, ভাল আবৃত্তিকার, সংস্কৃতি অঙ্গনের পরিচিত ব্যক্তি, অসংখ্য ছাত্রের প্রিয় শিক্ষক ছিলেন। তিনি কিছুদিন রাজনগর কলেজেও শিক্ষকতা করেছেন। তাঁর আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়ার আবেদন করছি।
আরেকজন সহপাঠি AW Musahed লিখেছেন- দেশ ও কৃষ্টি নামক বইয়ের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে মৌলভীবাজার সরকারি স্কুল থেকে আমারা যে আট জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছিল তার মধ্যে আবু ছিলেন অন্যতম!আমার মিছিলের সাথী আবু, বিদায় বন্ধু বিদায়!
Bishwajit Bijit লিখেছেন- আমি ইংরেজি পড়েছি তার কাছে।চমৎকার বুঝাতেন। বিদ্রোহী কবিতা অসাধারন আবৃতি করতেন।
Mirza Sobuj লিখেছেন- আমাদের প্রিয় শিক্ষক সহজ সরল গুণি মানুষ ছিলেন।