মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারে স্থায়ীভাবে পক্ষাঘাত গ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র ( সি আর পি) সেন্টার স্থাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার সকালে। জেলা প্রশাসনের আয়োজনে সি আর পি প্রতিষ্ঠাতা ডাঃ ভ্যালরী এন ট্রেইলস’র সাথে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম’র সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ’র পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সি আর পি প্রতিষ্ঠাতা ডাঃ ভ্যালরী এন ট্রেইলর, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। এসময় প্রজেক্টরের সাধ্যেমে সি আর পি বিভিন্ন কর্মকান্ড প্রদর্শন করেন মেজর জেনারেল (অব:) শফিকুল ইসলাম। পরে মোকামবাজার এলাকায় পক্ষাঘাত গ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র(সি আর পি) ভবনের জন্য জমির দলিল হস্থান্তর করেন প্রবাসী দুই ভাই আফসারুল হক ও আতিকুল হক। এদিকে শহরের পুরাতন হাসপাতাল সড়কে দালানসহ জমি হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গফ্ফার।