মুক্তকথা মতামত।। এবার আর উচ্চ মাধ্যমিক(এইচএসসি) পরীক্ষা হচ্ছে না। আপাততঃ বিষয়টি অনেকটা নয় পুরোটাই ‘অটোপ্রমোশন’র মত হতে যাচ্ছে। লেখা-পড়ায় পেছনে থাকা অমনোযোগীদের জন্য ঈদানন্দের মত সুখবর!
এমন ধরনের খবর প্রকাশ করেছে ‘ইত্তেফাক’, ‘প্রথম আলো’সহ দেশের অনেক সংবাদপত্র। প্রথম আলো লিখেছে, ‘করোনাভাইরাসের কারণে এবারের উচ্চমাধ্যমিক(এইচএসসি) বা সমমানের পরীক্ষা হবে না। এসব পরীক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়ন করা হবে।’
অপরদিকে একই খবর দৈনিক ইত্তেফাক লিখেছে একটু ভিন্ন নমুনায়। ইত্তেফাক লিখেছে-‘করোনার সংক্রমণ এড়াতে সরাসরি পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্বতিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।’
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, জেএসসি ও এসএসসি এ দুই সাধারণ(পাবলিক) পরীক্ষার ফলাফলের গড় অনুসারে পরীক্ষার্থীদের এইচএসসির ফল নির্ধারণ করা হবে।
পদ্বতিটি খুব যে অবাস্তব বা খারাপ তেমন কিছু নয় অবশ্যই। বরং এমন পদ্বতির পরীক্ষা চালু হলে ভবিষ্যতে আর ঘটা করে এসএসসি ও এইচএসসি’র পরীক্ষা নিতে হবে না। এ নমুনায়ই চলা যাবে। এতে করে স্কুল-কলেজের পরীক্ষায় গুরুত্ব আসবে এবং স্কুল ও ছাত্র উভয়পক্ষই বিষয়টিকে বহুলাংশে গুরুত্ব দিয়ে দেখবেন। অতীতেতো এমনই ছিল।
যেকোন বিষয়েরই এপিট ওপিট দু’দিকই আছে। সমালোচনাও করা যায় এবং হয়ও। এ প্রস্তাবনায়ও সমালোচনার দিক আছে। তবে কম্বল উড়াড় না করে চুলছেড়া বিশ্লেষণ করে দেখলে মনে হয় এর যৌক্তিকতা, প্রয়োজনীয়তা ও উপযোগীতা খুঁজে পাওয়া যাবে।
-হারুনূর রশীদ
|