1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলাশহর মৌলভীবাজারের জলাবদ্ধতা নিরসনে পৌরসভা সহ দু'টি ইউনিয়ন একহয়ে কাজ করবে - মুক্তকথা
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন

জেলাশহর মৌলভীবাজারের জলাবদ্ধতা নিরসনে পৌরসভা সহ দু’টি ইউনিয়ন একহয়ে কাজ করবে

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪৮৯ পড়া হয়েছে

কচুরিপানায় অস্থির মৌলভীবাজার শহরবাসী

অস্বাভাবিক কচুরীপানার কারণে জমে থাকা পানি নিষ্কাষনে এবার কোদালীছড়ায় কাজে হাত লাগালেন পৌর মেয়র

মৌলভীবাজার পৌর এলাকার ভেতর দিয়ে বহে যাওয়া কোদালী ছড়ার স্বাভাবিক জল নিষ্কাষনে বাঁধা, জমে থাকা কচুরিপানা পরিস্কার করতে এবার ছড়ায় নামলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র স্বয়ং। গেল শনিবার রাতভর বৃষ্টিতে পৌরসভার নিকটবর্তী গ্রামীণ এলাকায় জমে থাকা স্তুপিকৃত কচুরিপানার কারণে পানি নিষ্কাষণ বাধাগ্রস্ত হয়। ফলে এদিন এই শনিবারেই জেলা শহরের কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাসা বাড়িতে পানি প্রবেশ করে। এ কারণে গেল রাতে বাসা-বাড়ির মানুষ নির্ঘুম রাত পাড় করেন। পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের মধ্যে কাজের সমন্বয় না থাকায় লাগাতার বৃষ্টিতে কচুরিপানা জমে গিয়ে ওই খাল দিয়ে পানির প্রবাহে খুব বেশি ব্যাঘাত ঘটায়।
শনিবার সকাল থেকে কচুরিপানার অপসারণ তড়িৎ করতে পৌর মেয়র শহর অংশের খাল থেকে পলিথিন ও প্লাষ্টিক সামগ্রী অপসারণের কাজে নিজেই হাত লাগান। পরবর্তীতে পৌর এলাকার বাহিরের মোস্তফাপুর ও গিয়াসনগর ইউনিয়নের জগন্নাথপুর, কাইঞ্জার হাওর, আজমেরু, ভুজবল ও অফিসের বাজার সহ কোদালী ছড়ার বিভিন্ন স্থানে কচুরীপানার স্তুপ অপসারণ করার চেষ্টা চালান।
এক পর্যায়ে পৌর মেয়র ফজলুর রহমান বলেন, মোস্তফাপুর, গিয়াসনগর ইউনিয়ন ও পৌরসভা সমন্বয়ে কাজ করলে ওই কচুরীপানা কোন ভাবেই বেড়ে উঠতো না। শীঘ্রই পানি নিষ্কাষনের জন্য স্থায়ী পদক্ষেপ নেয়া জরুরী হয়ে উঠেছে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এলজিইডি ও পৌরসভা কর্তৃপক্ষ সবাই মিলে একটি বৈঠকের ব্যবস্থা নেয়া হচ্ছে। শহরবাসী যাতে বর্ষায় এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পান সেই ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ বলেন, জেলা প্রশাসক, পৌর মেয়রসহ সংশ্লিষ্ট সকলের সাথে কোদালীছড়া নিয়ে কথা হয়েছে। রোববার(৬জুন) সকলের সমন্বয়ে বৈঠক হবে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে বৈঠকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

পৌর মেয়র বলেন, মোস্তফাপুর, গিয়াসনগর ইউনিয়ন ও পৌরসভা সমন্বয়ে কাজ করলে ওই কচুরীপানা কোন ভাবেই বেড়ে উঠতো না।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT