মুক্তকথা সংবাদকক্ষ।। ঘূর্ণীঝড় “টিটলি” উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি জেলায় চণ্ডাল রূপ ধারণ করেছিল। বাড়ী-ঘর, গাছ-গাছালী ভেঙ্গে রাস্তা বন্ধসহ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে জনজীবন অচল করে দেয়। “টিটলি” চলে গেছে কিন্তু পেছনে রেখে গেছে দূর্যোগের স্মৃতি আর ধ্বংসের পাহাড়। গতকাল ১২ই অক্টোবর এ খবর প্রকাশ করেছে ন্যাশনেল হ্যারাল্ড।
ঘূর্ণীঝড়ের একদিন পর আজ শনিবার থেকে উড়িষ্যা ও অন্দ্রপ্রদেশ সরকার জনজীবনকে চাঙ্গা করে তুলতে বিদ্যুৎ সংযোগ মেরামত ও বন্ধ হয়ে যাওয়া সড়ক যোগাযোগ পুনঃ স্থাপনে কাজ শুরু করেছেন। গত ১১ই অক্টোবর বৃহস্পতিবার,ভয়াবহ ঘূর্ণীঝড় ‘টিটলি’র তাণ্ডবে ১২ ব্যক্তি প্রান হারিয়েছেন বলে হ্যারাল্ড লিখেছে।
উড়িষ্যার ৫টি উপকূলীয় জেলা থেকে প্রায় ৩লাখ মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয় “টিটলি”র দূর্ধর্ষ আঘাতের আগেই।
একই ভাবে অন্ধ্রপ্রদেশের ১,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। গত পরশু ১১ই অক্টোবর সকালের দিকে গাঞ্জাম জেলার ‘আসকা’ শহরের উপর দিয়ে ৭/৮ফুট পানি প্রবাহিত হয়। কটক, ভুবনেশ্বর ও তীর্থ শহর ‘পুরী’র নিম্নাঞ্চল এ খবর লিখা অবদি জলবন্ধী রয়েছে লিখেছে হ্যারাল্ড।