1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জুড়ীতে অব্যাহত নদী ভাঙ্গনে শতাধিক পরিবার নিঃস্ব হতে চলেছে - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

জুড়ীতে অব্যাহত নদী ভাঙ্গনে শতাধিক পরিবার নিঃস্ব হতে চলেছে

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১২ জুন, ২০১৭
  • ৪০৮ পড়া হয়েছে

আব্দুর রহমান শাহীন, জুড়ী।। অব্যাহত নদী ভাঙ্গন গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামের অধিবাসীদের আতংকের কারণ হয়ে দাড়িয়েছে। শিলুয়া মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম। এলাকাবাসীদের সাথে আলাপ করে জানা যায়, ওই গ্রামের ১৬৬ টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা জুড়ী নদীর তীরবর্তী বেড়ী বাধঁটি বিগত কয়েক বছর থেকে একটু একটু করে ভাঙ্গতে শুরু হয়েছে। সাম্প্রতিক বন্যায় নদী ভাঙ্গন প্রকট আকার ধারন করায় তাদের যাতায়াতের রাস্তাটি নদী গর্ভে বিলীন হবার পর তাদের ঘরবাড়ী-ভিটেমাটি হারানোর আশংকায় আতংকিত সময় কাটাচ্ছে ‌ওই এলাকাবাসী। সরেজমিনে দেখা যায়, পশ্চিম শিলুয়া গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শিক্ষক আজির উদ্দিন সাহেবের বাড়ীর পশ্চিম সীমানা হতে পশ্চিম দিকে আব্দুল হামিদের বাড়ী পর্যন্ত জুড়ী নদীতে মারাত্মক ভাঙ্গন দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে আজির উদ্দিন সাহেবের বাড়ীর পশ্চিম হতে আব্দুল হামিদের বাড়ী পর্যন্ত নদীর উত্তর তীরে মারাত্মক ভাঙ্গন শুরু হওয়ায় যে কোন মুহুর্তে এই ১৬৬টি পরিবারের বাড়ী-ঘর সম্পূর্ণ ভাবে নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। ফলে এলাকার অধিবাসীরা আতংকের মধ্যে দিনাতিপাত করছেন। ওই গ্রামের বাসীন্দা দুলাল মেম্বার, মো: আলা উদ্দিন, মো:গিয়াস উদ্দিন, সামছুল ইসলাম, মো:জলিল মিয়া, মো:জয়নুল ইসলাম, মো:বদরুল ইসলাম বলেন, জরুরী ভিত্তিতে জড়ী নদীর ভাঙ্গন কবলিত অংশে ব্লক নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে স্থানীয় সংসদ সদস্য হুইপ শাহাব উদ্দিনের নিকট দরখাস্ত নিয়ে গেলে তিনি (হুইপ) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুড়ীকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। হুইপের নির্দেশের পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের দাবী গ্রামের ১৬৬ টি পরিবারের বাড়ী-ঘর রক্ষা করতে হলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যদি এখনই নদী ভাঙ্গন রোদে সরকারী কোনো প্রদক্ষেপ নেওয়া না হয়, তাহলে ওই গ্রামটি একদিন জুড়ী উপজেলার মানচিত্র থেকে হারিয়ে যাবে বলে গ্রামবাসীরা মনে করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT