1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এটি কোন অফিস নয়, আজ কোন জাতীয় দিবসও ছিল না। অথচ উড়ছে জাতীয় পতাকা !!! - মুক্তকথা
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া গুলিবিদ্ধ সেজে আহত তালিকায় নাম লিখিয়ে নেয়া ॥ শিবিরের ইফতার র‍্যাব-৯ এবং কমলগঞ্জ ও বড়লেখা পুলিশ হত্যামামলার ৪ আসামীকে আটক করেছে ধর্ষণ, নারী নির্যাতন প্রতিরোধে মহিলা সমাবেশ দেশে ৩৭৮ লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করেন, বছরে ১ লক্ষ ৬১ হাজার মানুষ রোগে মৃত্যুবরণ করে। আরবীয় সংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ‘প্রাইমেট ফেয়ার’ বন্যপ্রাণী সংরক্ষণে একটি সচেতনতমূলক প্রচারণা জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ চায় বামজোট চা কন্যা পূর্ণিমা রেলি হত্যা ঘটনা… জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এটি কোন অফিস নয়, আজ কোন জাতীয় দিবসও ছিল না। অথচ উড়ছে জাতীয় পতাকা !!!

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২৬৯ পড়া হয়েছে

মুক্তকথা: লন্ডন।।  স্বার্থ হাসিলে মানবের বিপথগামীতা নতুন কিছু নয়। যুগে যুগে মানুষের সমাজে স্বার্থান্বেষী এমন দুষ্ট প্রকৃতির মানুষের অর্থহীন, রুচিহীন এমনকি বিবেকহীন বহুকাজ একদিকে যেমন দেশ ও সমাজকে হাসিয়েছে আবার কঠিন দূর্ভোগেও ফেলেছে। এসব মানুষ এতোই স্বার্থান্ধ যে সে নিজের লাভ ছাড়া অন্যকিছুই বুঝে না এমনকি বুঝতে চায়ও না। এ ধরনের লোকজন যখন সমাজ থেকে আস্কারা পায় তখন তাদের অনৈতিক চাহিদা প্রবল হয়ে একসময় গোটা সমাজের কাঁধে অসহনীয় বোঝা হয়ে দাঁড়ায়। সময় থাকতে এদের বিহীতে এগিয়ে না এলে সামান্য কাটা শেষে বিষফোঁড়া হয়ে দেখা দেবেই।
তেমনি, কুশিক্ষায় আচ্ছন্ন বর্বরযুগের অন্ধ স্বার্থ হাসিলের এক চমৎকার চিত্র ক্যামেরাবন্ধী করেছেন ফেইচবুকার সাইফুদ্দীন আহমদ নান্নু। তার সেই ছবিতে যা দেখা যাচ্ছে তাতে কোন ব্যাখ্যা বা নির্ঘন্ট লিখার প্রয়োজন পড়েনা। তার ওই ছবিই খুবই পরিস্কারভাবে আমাদের সমাজের কতিপয় মূর্খ মানুষের পুঁতিগন্ধময় বিবেকহীন মানসিকতার ছবি তুলে ধরে। যদিও এ আমাদের সার্বিক  সমাজচিত্র নয়। স্বভাবতঃই প্রশ্ন জাগে এরা কারা? কোন শক্তি ও সাহসে পরিবেশ বিনষ্টের পাশাপাশি গোটা সমাজের মুখে চুন-কালী পড়িয়ে দেয়ার এমন জঘন্য অপরাধমূলক কাজ করে যাচ্ছে!
নান্নু তার ফেইচবুকে লিখেছেন- এসব  গাবতলীর গরুর হাটের সামনে, গোবরসহ হাটের বর্জ বিক্রি হয়। ঢাকা যাওয়া আসার পথে বহুদিন দেখেছি। আজ দেখলাম ভিন্ন একটি বিষয়।
সেই গোবর্জ বিক্রির টংঘরের উপরে পতপত করে উড়ছে জাতীয় পতাকা।
এটি কোন অফিস নয়, আজ কোন জাতীয় দিবসও ছিল না। অথচ উড়ছে জাতীয় পতাকা !!!

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT