1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কবি নূরজাহান শিল্পী করেন শুভেচ্ছা বিনিময় ॥ জামায়াত বসায় বিনালাভের দোকান - মুক্তকথা
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মণিপুরী ললিতকলায় যখন প্রশিক্ষণ শুরু তখন ‘বাংলাদেশ প্রতিদিন’ ১৬বছরে পা দিয়েছে ১২৭ কর্মকর্তার সাথে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা গেলো সপ্তাহের বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ বাংলাদেশী বংশোদ্ভুত আইএস বধু শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার গেলো সপ্তাহের শ্রীমঙ্গল, মৌলবীবাজার ও কমলগঞ্জ বিপজ্জনক অভিযোগ ! উৎসব বোনাস সকল চা-বাগানে প্রদান করা হচ্ছে না কতিপয় বন্ধু মিলে যখন ইফতার আয়োজন করে শ্রীমঙ্গল বিএনপি-ও সম্পন্ন করে ইফতার খাওয়ানো ধর্ষকশাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ॥ ‘বৈষম্যহীন সমাজ গড়তে হবে’

কবি নূরজাহান শিল্পী করেন শুভেচ্ছা বিনিময় ॥ জামায়াত বসায় বিনালাভের দোকান

কমলগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪৯ পড়া হয়েছে
যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পীর সাথে

সাংবাদিক সমিতির শুভেচ্ছা বিনিময়


মৌলভীবাজারের কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কবি নূরজাহান শিল্পীর স্বদেশ আগমন উপলক্ষে সাংবাদিক সমিতির আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কমলগঞ্জ সাংবাদিক সমিতির পক্ষ থেকে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী পরিচালক, মাসিক আলো’র সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক-সমাজসেবী কবি নূরজাহান শিল্পীকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।

লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজের সভাপতিত্বে ও কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। আলোচনায় অংশ নেন সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মো: মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কবি নির্মল এস পলাশ, মোনায়েম খান, স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর সদস্য আবু সুফিয়ান, দেলোয়ার হোসেন সজীব প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় সভায় স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ, কে এর নির্বাহী পরিচালক, মাসিক আলো’র সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক-সমাজসেবী কবি নূরজাহান শিল্পী বলেন, ছোটবেলা থেকেই আমার লেখালেখি ও মানব কল্যাণে নিয়োজিত থাকার চেষ্টা চালিয়ে আসছি। ভবিষ্যতেও স্বপ্নের সাঁকো ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই।



জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান উদ্বোধন


পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভানুগাছ বাজারে বিনা লাভের দোকানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বুধবার দুপুরে ভানুগাছ বাজারে স্থানীয় ইসলামি ব্যাংকের উত্তর পার্শে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনা লাভের দোকানের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া। উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি কাজি মামুনুর রশীদ, কমলগঞ্জ সদর ইউপি জামায়াতের আমীর এবাদুর রহমান, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল হাই প্রমুখ। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আলতাফুর রহমান, কমলগঞ্জ পৌর শিল্প ও বাণিজ্য শাখার সভাপতি আরমান হোসেন দোলনসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। তারা জানান, ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

জনসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে ভানুগাছ বাজারের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন। অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিনা লাভের এই দোকানের কার্যক্রমের শুভ উদ্বোধন করে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া।

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে জামায়াতে ইসলামীর এ উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ জনগন। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT