1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
করোনা প্রতিরোধে মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশ, ৫ জুয়াড়ি আটক - মুক্তকথা
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
আরবীয় সংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ‘প্রাইমেট ফেয়ার’ বন্যপ্রাণী সংরক্ষণে একটি সচেতনতমূলক প্রচারণা জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ চায় বামজোট চা কন্যা পূর্ণিমা রেলি হত্যা ঘটনা… জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মণিপুরী ললিতকলায় যখন প্রশিক্ষণ শুরু তখন ‘বাংলাদেশ প্রতিদিন’ ১৬বছরে পা দিয়েছে ১২৭ কর্মকর্তার সাথে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা গেলো সপ্তাহের বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ বাংলাদেশী বংশোদ্ভুত আইএস বধু শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার

করোনা প্রতিরোধে মৌলভীবাজারে সেনাবাহিনী ও পুলিশ, ৫ জুয়াড়ি আটক

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৭০৩ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। সর্বশেষ হিসেবে পর্যটন, পাহাড়ি ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারে হোম কোয়ারেন্টইনে রয়েছেন ৬৫১জন। বের হয়েছেন ৫২৯জন। মৌলভীবাজারের সিভিল সার্জন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চত করে জানান, এখনকার হিসেবে জেলায় খুব কম কোয়ারেন্টাইনে ঢুকছেন। বের হবার সংখ্যা সহসা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত জেলায় কোন করোনা আক্রান্তের রোগী পাওয়া যায়নি। এদিকে মৌলভীবাজারে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধ সামাজিক দূরত্ব নিশ্চিত ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার শহরের কুসুবাগসহ বেশ কয়েকটি জনবহুল এলাকা ও গ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশও করোনা প্রতিরোধে কাজ করছে। এসময় যানবাহন আটকিয়ে তল্লাশী করা হয়। অপ্রয়োজনে বের হওয়া বেশ কয়েকটি যানবাহনকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে। প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে বের না হন এমন প্রচারনা চালানো হচ্ছে।

রাজনগরে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক

রাজনগর উপজেলায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দাশপাড়া গ্রাম থেকে জুয়া চলাকালীন সময়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় রাজনগর থানা পুলিশ। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এরা দীর্ঘ দিন যাবৎ জুয়া খেলে আসছিল। পুলিশ যাতে তাদের ধরতে না পারে এ জন্য লোক ভাড়া দিয়ে তাদের নিরাপদ রাখছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো উপজেলার দাসঠিলা গ্রামের আব্দুল মন্নানের পুত্র সাজু মিয়া, একই গ্রামের তরিক মিয়ার পুত্র জাহাঙ্গির আলম, একই গ্রামের তুরাব মিয়া পুত্র তাহির মিয়া, ভুজবল গ্রামের আব্দুল মতলিব’র পুত্র মামুন মিয়া ও নন্দিউড়া গ্রামের হামিদ মিয়ার পুত্র আরকেছ মিয়া। আটকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই ওসি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT