মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির প্রস্তুতি সভা
নিরাপদ ভ্রমন আমাদের দেশে মানুষের কাছে রূপকথা। প্রতি বছর ঈদের ছুটিতে নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সড়ক দুর্ঘটনা। তাই আনন্দ যেনো বিষাদে পরিণত না হয় তার কথা ভেবে যানজট নিরসনে শেখ বোরহান উদ্দিন(রহঃ) ইসলামী সোসাইটি(বিআইএস) প্রায় দেড় যুগ ধরে মৌলভীবাজারের শিক্ষা ও সমাজ উন্নয়নে বিভিন্ন কর্মসূচী সফলতার সহিত বাস্তবায়ন করে আসছে। এরই অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তার লক্ষ্যে সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহন করেছে।
এ কর্মসূচী সফল করার উদ্দেশ্যে গত মঙ্গলবার রাতে পৌরসভার কনফারেন্স হলে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও মিজানুর রহমান রাসেল-এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আবুল হোসেন খাঁন, পুলিশ ইনিসপেক্টর যানবাহন বিভাগ মৌলভীবাজার, একে এম শামছুজ্জামান, সংগঠনের উপদেষ্টা
বিশিষ্ট কমিউনিটি লিডার মঞ্জুর চৌধুরী জগলু, সংগঠনের উপদেষ্টা দি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি-এর পরিচালক সোহাদ আহমেদ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের আলী আহমদ, শেখ কামরুল হাসান, রোটাঃ আতাউর রহমান, আব্দুল মুত্তাকীন শিবলু, মোঃ তামিমুল ইসলাম, নাফিজ ইমতিয়াজ চৌধুরী, সোহান হোসাইন হেলাল, সাইফুর রহমান চৌধুরী, রোটাঃ দুলাল হোসেন জুমান, ফয়েজ আহমদ, সাইদুল ইসলাম রিমন, আরিফ খাঁন, ওমর ফারুখ নাঈম, মোহন দেব, গোবিন্দ দেব মিত্র, মাহবুবুর রহমান খাঁন অপু, আশরাফুল রহমান চৌধুরী সাব্বির, সানি আহমেদ তারেক, আরেফিন মামুন প্রমুখ।
প্রস্তুতি সভায় শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি সংগঠনের কর্মীরা যানজট নিরসনে সফলতা আনার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেন।
|