1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির অনুমোদন - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির অনুমোদন

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২৮৭ পড়া হয়েছে

হোসাইন আহমদ, মৌলভীবাজার॥ জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা শাখার ৯৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের আদেশে এবং পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে আলহাজ এডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম শামীমকে আহ্বায়ক এবং হাজী মোহাম্মদ কামাল হোসেনকে সদস্য সচিব করে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক তজমুল হোসেন চৌধুরী, দুরুদ আলী, এডভোকেট আফজাল হোসেন, অধ্যাপক(অব) এ. রকিব, বীরমুক্তিযোদ্ধা আসলাম।
সদস্যগণ হলেন, সৈয়দ শাহাবউদ্দিন আহমদ, বাবু দিজেন্দ্র লাল রায়, রেজাউল হায়দার রাজু, আব্দুল কাদির আবুল, সৈয়দ নুরুল হক, কুরশেদ উল্লাহ(অব) হেড মাস্টার, লুৎফুল হক, আহমেদ রিয়াজ, মোবাশ্বির আলী, আজির উদ্দিন(১), শেখ মাহমুদুর রহমান মাহমুদ, মহিবুল কাদের চৌধুরী পিন্টু, শেখ আশরাফ উদ্দিন হিরো, নাসির আহমেদ কাইয়ুম, মহিবুর রহমান(লাল মাস্টার), এডভোকেট জুনেদ আলী, এনামুল হক তালুকদার, ফারুক হোসেন, শাহিন মিয়া, আপ্তাব উদ্দিন, সোহাগ মিয়া, শেখ সাইদুল ইসলাম পাখি, সুরমান আহমেদ চৌধুরী, এ আজিজ, বেলায়েত আলী খান জুয়েল, ডা. রুবেল আহমদ, বারিক মিয়া(১), আজমল আলী, শাহাদত হোসেন, বাবরুল হোসেন রিয়াজ, মিসেস রুখসানা বেগম, সুনাম উদ্দিন, আলী আজাদ, সুলেমান আহমদ, তাজ উদ্দিন তাজেল, ডা. ইয়াছিন আলী, আকবর আলী, মতছিন আলী, হাজী শেখ আব্দুল জব্বার, আছদ মিয়া, সৈয়দ খালেদ আহমদ, মুন্না কবির আহমদ, সাজ্জাদ আহমদ, ফৈরাজ আহমদ, জুয়েল আহমদ রানা, হাফিজ আহমদ, রফিকুল আলম, আব্দুল মতিন(১), আলেকুর রহমান মতিন, আব্দুল খালিক, আব্দুল মুকিত মুকুল, জহির রায়হান, মাওলানা আজম খান, আনওয়ারুল ইসলাম আনু, হাজী আব্দুল মালিক সাচ্ছু, হাফেজ মাওলানা আব্দুস সহিদ, শফিকুর রহমান, আব্দুল মতিন(২), সৈয়দ রুমেন আলী, সৈয়দ মিজান আলী, জহিরুল আলম মুর্শেদ, বুলবুল খান, রহিমা আখতার, আব্দুল খালিক, হোসেন আলী, শফিউল আলম চৌধুরী, এ. রকিব, আব্দুল মালিক, বাবু অনুকূল চন্দ্র দেব, বারিক মিয়া(২), আব্দুল ওয়াহিদ রুলু, লুৎফুর রহমান, আজির উদ্দিন(২), কামাল হোসেন চৌধুরী, হায়দার আহমদ, সামছুল ইসলাম(১), বুধু মিয়া, ফুল মিয়া, মিজানুর রব, বাবু চিনু রঞ্জন তালুকদার, আব্দুল ওয়াহিদ, হারুনুর রশিদ, জামাল আহমদ, বদরুল হাসান জোসেফ, সামছুল ইসলাম(২), ডা. খালেদ চৌধুরী, ডা. আজিজ ও ডা. জুয়েল আহমদ।


ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘আপন মটরস’এর যাত্রা শুরু

মৌলভীবাজারে যাত্রা শুরু করেছে অটো রিক্সা, ইজি বাইক ও সিএনজি বিক্রেতা প্রতিষ্ঠান আপন মটরস। শনিবার(২ জানুয়ারী) বিকেলে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ড এর কুদালিপুল এলাকায় শেখ মার্কেটে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
এসময় উপস্থিত ছিলেন- সিএনজি অটোরিক্সা ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ জহির আহমদ, ব্যবসায়ী মুর্শেদ আহমদ চৌধুরী, নূর ব্রাদার্স ক্লথ ষ্টোরের পরিচালক শাহনূর আহমদ, আপন মটরস-এর মালিক মোহাম্মদ খায়রুল ইসলাম ও পরিচালক জামাল উদ্দিন প্রমুখ।
আপন মটরস এ অটো রিক্সা, ইজি বাইক ও সিএনজি পাওয়া যাবে। এছাড়া বাজাজ সিএনজি কিস্তি সুবিধায় ক্রয় করতে পারবেন গ্রাহকরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT