মুক্তকথা সংবাদকক্ষ।। জেলা শহরের স্বণামধন্য সিনিয়র আইনজীবী, সমাজসেবক ও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব সবার পরিচিত মুখ এ জেলার কৃতি সন্তান রাধা পদ দেব সজল পথ শিশুদের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করেন। নিজ উদ্দোগে গত ১৮মে করোনা পথ শিশুদের মাঝে তিনি নিজে সাহায্য বিতরণ করেন।
শহরের অনেক বিত্তশালীরা যেখানে ঘরের ভিতরে চুপটি মেরে বসে আছেন, সমাজের ঠিক তেমনি ভয়ংকর এই দুঃসময়ে পথশিশুদের স্মরণ করলেন রাধাপদ দেব সজল। সজলের সেবামূলক এমন কর্মকাণ্ড অবশ্য নতুন কিছু নয়। এই ভাইরাস কালীন সময়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন তবে নিভৃতে। ঢাক-ঢোল পিটিয়ে সাংবাদিক ক্যামেরাওয়ালা ডেকে নিয়ে ছবি প্রতিচ্ছবি তোলে সাহায্য সেবায় তিনি উৎসাহী কম। বরং নিরবে নিভৃতে কাজ করে যাওয়াকে তিনি পছন্দ করেন বেশী।
উল্লেখযোগ্য যে সাংবাদিক এডভোকেট সজল মৌলভীবাজা জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক এবং শহরের সুপরিচিত এক মুক্তিযুদ্ধা পরিবারের সদস্য। তার বড় ভাই কানু পদ দেবকে পাক হায়েনারা মুক্তিযুদ্ধকালীন সময়ে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল।